ED Notice To Abhishek: আত্মসমর্পণ করব না, ইডির ডাকে দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের
আগামীকাল দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেবেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়(ED Notice To Abhishek bandyopadhyay)। রবিবার দিল্লি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, "দেড় বছর পর আবার আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমি কালকে হাজিরা দেব ৷ আত্মসমর্পণ করব না ৷ তবে নোটিস পাইনি, মৌখিক ভাবে জানানো হয়েছে।’’ তাঁর অভিযোগ, যাদের সুদীপ্ত সেন কাগজে মুড়ে টাকা নিতে দেখেছে, তাদের সম্পর্কে চিঠি লিখে পাঠিয়েছিল ইডি দফতরে ৷ কিন্তু তাদের ডাকা হচ্ছে না। বাংলায় আমরা ক্ষমতায় এসেছি ৷ তাই তারা বারবার ইডি, সিবিআইকে কাজে লাগাচ্ছে।"
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST