Walk For Communal Harmony : অন্যের ধর্মকে শ্রদ্ধা করার বার্তা দিয়ে 1600 কিমি পথ পাড়ি শ্রম দাসের - A MAN WOKING 1600 KM TO GIVE MESSEAGE OF COMMUNAL HARMONY
নিজের ধর্ম বজায় রাখার পাশাপাশি অন্য ধর্মকে শ্রদ্ধা করার বার্তা দিয়ে 1600 কিলোমিটার পদযাত্রা বৃন্দাবনের এক ব্যক্তির (Walk For Communal Harmony)। বৃহস্পতিবার দুর্গাপুর হয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেন শ্রম দাস নামে ওই ব্যক্তি ৷ বর্তমান পরিস্থিতিতে ধর্ম নিয়ে হানাহানি এবং ধর্মের অবমাননা রুখতে তাঁর এই ভাবনা । সমগ্র ভারতবাসীকে নিজের ধর্ম বজায় রেখে চলার বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি । 16 ফেব্রুয়ারি তিনি বৃন্দাবন থেকে শুরু করেছিলেন পদযাত্রা । প্রত্যেকদিন 50 কিলোমিটার করে হাঁটছেন । পরবর্তীতে তাঁর লক্ষ্য দেশ ভ্রমণের ।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Walk For Communal Harmony