TMC Leaders Expelled : 61 জন নেতা-কর্মীকে বহিষ্কার করল উত্তর 24 পরগনা জেলা তৃণমূল - 61 জন নেতা-কর্মীকে বহিষ্কার করল উত্তর 24 পরগনা জেলা তৃণমূল
হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই । কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় শেষমেষ 61 জন বিক্ষুব্ধকে বহিষ্কারের পথেই হাঁটল উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস (61 tmc leaders expelled from the party in north 24 pargana)। রবিবার মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে দলের ওই বিক্ষুব্ধ নেতা-কর্মীদের বহিষ্কারের ঘোষণা করেন দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক পার্থ ভৌমিক । রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ৷ রাজ্যের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রথীন ঘোষকে পাশে নিয়ে তিনি বলেন, "দলীয় সিদ্ধান্ত মেনে অনেকে লিফলেট বিলি করে প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়েছেন । কিন্তু এই নেতা-কর্মীরা তাঁদের প্রার্থী পদ প্রত্যাহার করেননি । তাই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজ্য নেতৃত্বের নির্দেশে এদের বহিষ্কার করা হল দল থেকে ।"
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
TMC Leaders Expelled