পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ganja Recovered in Siliguri : পাচারের আগেই পুলিশের হাতে 18 লক্ষ টাকার গাঁজা, গ্রেফতার 1 - 208 kg ganja seized by police in siliguri

By

Published : Apr 10, 2022, 11:22 AM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

বিহারে পাচারের আগেই বিপুল পরিমাণ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । উদ্ধার হয়েছে 208 কেজি গাঁজা (208 kg ganza seized by police at siliguri)। গাঁজা পাচারের অভিযোগে দীনেশ সাহানী নামে এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে ৷ তার বাড়ি বিহারের চম্পারনের টিপুলিয়া মতিহারি এলাকায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য 18 লক্ষ টাকা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের নম্বর লাগানো ওই ট্রাকে করে শিলিগুড়ি হয়ে বিহারে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা । তার আগে গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জটিয়াখালি এলাকায় অভিযানে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । সন্দেহভাজন ওই 12 চাকার ট্রাকটিকে আটক করে তল্লাশি চালানো হয় ৷ উদ্ধার হয় প্লাস্টিকে মোড়ানো 20টি গাঁজার প্য়াকেট । উদ্ধার হওয়া গাঁজার প্য়াকেটগুলো মনিপুর থেকে নিয়ে আসা হয়েছিল ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details