পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Free Toto Service For Madhyamik Examinee: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিষেবা দুর্গাপুরের দুই টোটো চালকের - Madhyamik Students In Durgapur Ukhra

By

Published : Mar 7, 2022, 2:27 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

নিউ নর্মালে আজ থেকে অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। স্থানীয় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা দিচ্ছেন স্থানীয় দুই টোটো চালক দয়াময় রুইদাস ও কানাইচন্দ্র দাস । এই প্রসঙ্গে বিনামূল্যে টোটো পরিষেবা প্রদানকারী দুই চালক জানান, অনেক ছাত্রছাত্রীদের আর্থিক সঙ্কট রয়েছে । তাদের বিনামূল্যে পরিষেবা দিয়েই সামান্য সহযোগিতা করাই তাঁদের লক্ষ্য । প্রথমদিনই ১০০ জন পরীক্ষার্থী বিনামূল্যে এই পরিষেবা পেয়েছেন। এঁরা উখড়া কেবি হাই স্কুল ও উখড়া আদর্শ হিন্দি হাইস্কুল পৌঁছে দিচ্ছেন পরীক্ষার্থীদের । দুই টোটোর সামনে সাইনবোর্ড লেখা "মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে (Free Toto Service For Madhyamik Examinee) ।"
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details