Bombs Recover From Bhatpara : ফের ভাটপাড়ায় উদ্ধার 16টি বোমা - 16 bombs rescue from Bhatpara in north 24 pargansas
16টি বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়াল ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁকিনাড়ার পঞ্চাননতলায় (Bombs Recover From Bhatpara) ৷ এদিন বেলায় বোমাগুলিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ভাটপাড়া থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলিকে উদ্ধার করে। এরপর বন্ধ থাকা কাঁকিনাড়া পেপার মিলের ভিতরে গঙ্গার ধারে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে পুলিশ। তবে কারা, কী কারণে বোমাগুলো লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST