পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

12 Hour Strike in Jhalda : কংগ্রেসের ডাকা বনধে ব্যাপক প্রভাব ঝালদায়, পথে বসে বিক্ষোভ নিহত কাউন্সিলরের স্ত্রী-র - 12 hour strike in jhalda over congress councillor tapan kandu murder

By

Published : Apr 6, 2022, 10:51 AM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

আজ কংগ্রেসের ডাকে 12 ঘণ্টার ঝালদা বনধ ৷ বনধের সমর্থনে ইতিমধ্যেই ঝালদা শহরের একাধিক রাস্তায় কংগ্রেসের মিছিল বেরিয়েছে ৷ বনধের সমর্থনে পথে নেমেছে তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷ ঝালদা বোর্ড গঠনের সময় পূর্ণিমা কান্দুর উপরে পুলিশি হেনস্থার প্রতিবাদে আজ 12 ঘন্টা বনধের ডাক দিয়েছে জেলা কংগ্রেস । এরই পরিপ্রেক্ষিতে এদিন সকাল 6 টা থেকেই স্তব্ধ হয়ে পড়ে ঝালদা শহর । দোকানপাট সমস্ত বন্ধ । ঝালদা শহরে যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে । পাশাপাশি এদিন সকাল থেকে ঝালদা শহরের আনন্দবাজার মোড় এলাকায় পথ অবরোধ করেন ঝালদাবাসী (12 Hours Jhalda Strike)।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details