হায়দরাবাদ: প্রতিবছর 5 ডিসেম্বর, খাদ্য ও কৃষি সংস্থা 'বিশ্ব মৃত্তিকা দিবস' উদযাপন করে ৷ জনসংখ্যা বৃদ্ধির কারণে মাটির ক্ষয় কমানোর জন্য, উর্বর মাটি এবং এর সম্পদ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদযাপন (World Soil Day 2022)।
জল ছাড়া যেমন জীবন কল্পনা করা অসম্ভব, তেমনি মাটিও গুরুত্বপূর্ণ । ভারতের অর্ধেক জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল । তবে কৃষকদের জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে । মৃত্তিকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা খাদ্য নিরাপত্তা, উদ্ভিদের বিকাশ, কীটপতঙ্গ ও প্রাণী এবং মানুষের জীবন ও বাসস্থানের জন্য একটি বড় হুমকি হতে পারে। প্রায় 45 বছর আগে ভারতে 'মাটি রক্ষা আন্দোলন' শুরু হয় ।
বিশ্ব মাটি দিবসের ইতিহাস
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্সেস (IUSS) বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপনের সুপারিশ করে 2013 সালের 20 ডিসেম্বর ৷ জাতিসংঘের 68তম সাধারণ পরিষদ FAO সম্মেলন দ্বারা এটি উদযাপনের জন্য একটি সর্বসম্মত আনুষ্ঠানিক ঘোষণা করে (World Soil Day History) ।
কেন শুধু 5 ডিসেম্বর পালিত হয় ?
জানা যায়, তাইল্যান্ডের রাজা নিজেই তার আমলে উর্বর মাটি রক্ষায় অনেক কাজ শুরু করেছিলেন । সেই অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর তাই রাজার জন্মদিনে 5 ডিসেম্বর দিনটি বিশ্ব মৃত্তিকা দিবস হিসাবে তাঁকে সম্মানিত করা হয় । তাই প্রতি বছর 5 ডিসেম্বর ধরিত্রী দিবস পালনের ঐতিহ্য শুরু হয় (why we celebrate Soil Day) ।