পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

World Rose Day 2023: কর্কট রোগের মোকাবিলায় ভালোবাসাই হোক হাতিয়ার, বার্তা দিচ্ছে বিশ্ব গোলাপ দিবস - বিশ্ব গোলাপ দিবসের ইতিহাস

ক্যানসার আক্রান্ত এক কিশোরীর অদম্য লড়াইয়ের স্মৃতিকে উপস্থাপনা করতে প্রতিবছর 22 সেপ্টেম্বর বিশ্ব গোলাপ দিবস পালন করা হয় ৷

World Rose Day 2023 News
আজ বিশ্ব গোলাপ দিবস

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 7:30 AM IST

হায়দরাবাদ: ভ্যালেন্টাইন্স উইকে আলাদা তাৎপর্য রয়েছে গোলাপ দিবসের ৷ প্রেমিক-প্রেমিকার ভালোবাসার বন্ধন আরও বাড়াতে অনুঘটকের কাজ করে এই দিন ৷ প্রেয়সীর মন মজাতে লাল গোলাপের জুড়ি মেলা ভার ৷ তবে জানেন কি প্রতি বছর 22 সেপ্টেমবরও গোলাপ দিবস পালন করা হয় ৷ কিন্তু এই গোলাপ দিবসের তাৎপর্য একটু আলাদা ৷ এই দিনটি ক্যানসার আক্রান্তদের উৎসর্গ করার জন্য পালন করা হয় ৷ ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের মানসিক জোর দেওয়ার জন্য প্রতিবছর এই দিন গোলাপ দেওয়া হয় ৷

মারণরোগে আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি দরকার যত্ন, ভালোবাসা ৷ চিকিৎসা বিজ্ঞান বলে, শুধু ওষুধ বা পথ্য নয়, রোগের জ্বালা জুুড়োতে ভালোবাসার জোরও যথেষ্ট ৷ আর ভালোবাসা বোঝাতে বা পাশে থাকার বার্তা দিতে গোলাপের চেয়ে ভালো ‘অস্ত্র’ নেই ৷

বিশ্ব গোলাপ দিবসের ইতিহাস:

মেলিন্ডা রোসের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর 22 সেপ্টেম্বর বিশ্ব গোলাপ দিবস পালিত হয় । মেলিন্ডা ছিল কানাডার বাসিন্দা ৷ 1994 সালে আস্কিনস টিউমার নামক বিরল ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত হয় ৷ 12 বছরের কিশোরীকে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিল, তার আয়ু বড়জোর কয়েক সপ্তাহ ৷ তবে সে বিরল রোগ নিয়েও কয়েক মাস বেঁচেছিল ৷ আয়ু খানিক বাড়লেও শেষরক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত প্রয়াত হয় সে ৷ তার স্মৃতিকে কেন্দ্র করে এই বিশেষ দিন পালন করা হয় ৷

ক্যানসার আক্রান্তদের কীভাবে আমরা সাহায্য় করতে পারি ?

মানসিকভাবে পাশে থাকা ক্য়ানসার রোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক ৷ এই কঠিন সময়ে ক্যানসারের সঙ্গে লড়াই করার সময় আমাদের প্রিয়জনদের তাদের প্রয়োজনীয় যত্ন এবং সহায়তা প্রদান করা প্রয়োজনীয় । ভালোবাসার চেয়ে বড় ধর্ম নেই ৷ রাজরোগের বিরুদ্ধে লড়াইয়ে ‘রাজ’ধর্মই হোক হাতিয়ার ৷

আরও পড়ুন: ছুটি মঞ্জুর হয়নি বলে মিলছে না বেতন, মমতার কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি ক্যানসার আক্রান্ত শিক্ষকের

ABOUT THE AUTHOR

...view details