পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

World Malaria day 2023: বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ - ম্যালেরিয়া দিবস

প্রতি বছর 25 এপ্রিল বিশ্বব্যাপী মশাবাহিত মারাত্মক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করে । এর প্রধান উদ্দেশ্য হল মারণ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ।

World Malaria day 2023 News
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস

By

Published : Apr 25, 2023, 6:31 AM IST

হায়দরাবাদ: বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ম্যালেরিয়া দিবস ৷ প্রতিবছর 25 এপ্রিল দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালিত হয় । ম্যালেরিয়া মুক্ত পৃথিবী গড়ে তোলা যে কতটা প্রয়োজন তা আরও একবার জনসাধারণকে মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয় এইদিন । লক্ষ লক্ষ মানুষ মারা যায় এই রোগে ৷ শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যায় না এই রোগ থেকে ৷ রাষ্ট্রসংঘর বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে এই দিবস সমগ্র বিশ্বের এর সদস্য রাষ্ট্রসমূহ এবং এর সঙ্গে জড়িত অন্য সংস্থাগুলি ম্যালেরিয়া প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টির জন্য এই দিবস পালন করে ।

গ্রীষ্মের ঋতু তার সঙ্গে অনেক সমস্যা নিয়ে আসে । তার মধ্যে ম্যালেরিয়া অন্যতম । প্রতিবছর 25 এপ্রিল সারা বিশ্বে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় ৷ যার মূল উদ্দেশ্য ম্যালেরিয়াল জ্বর সম্পর্কে মানুষকে সচেতন করা । মশার বাহিনী এই মরশুমে নানা রোগের সৃষ্টি করে । মশা হল এমন শিকারী প্রাণী যা শতাব্দীর পর শতাব্দী ধরে বেড়ে উঠেছে যা প্রতিবছর সাত লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটায় । স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া হতে পারে ৷ যা সঠিকভাবে চিকিৎসা না করলে মৃত্যুও হতে পারে ।

ম্যালেরিয়া জ্বর এক ধরনের সংক্রামক রোগ । এটি স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ছড়ায় । স্ত্রী অ্যানোফিলিস মশা তাদের লালার মাধ্যমে প্লাজমোডিয়াম পরজীবী ছড়ায় যা ম্যালেরিয়া সৃষ্টি করে । ম্যালেরিয়া প্রতিবছর লক্ষাধিক মানুষকে হত্যা করে ৷ তাই এই রোগ সম্পর্কে সচেতন হওয়া জরুরি ।

স্ত্রী অ্যানোফিলিরা উচ্চ বৃষ্টিপাত, গর্ত, নদী নালা, সেচ নালা, ধানের ক্ষেত, কূপ, পুকুর, বালুকাময় তীর এবং নোংরা জলে প্রজনন করে । এই মশারা বেশিরভাগ সময় সকাল এবং সন্ধ্যায় কামড়ায় । একই সঙ্গে নগরায়ণ, শিল্পায়ন ও নির্মাণ প্রকল্পের মতো মানবিক কর্মকাণ্ড বৃদ্ধির কারণে এই সমস্যা বেড়েছে ।

দুই ধরনের ম্যালেরিয়া বেশি বিপজ্জনক

দুই ধরনের ম্যালেরিয়া পি ভাইভ্যাক্স এবং পি ফ্যালসিপেরাম ম্যালেরিয়া খুবই বিপজ্জনক । এতে আপনি প্রচণ্ড জ্বর-সহ ঠান্ডা অনুভব করেন ৷ মাথাব্যথা এবং বমিও হতে থাকে । এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করাতে হবে ৷ অন্যথায় জটিলতা বাড়তে পারে এবং মৃত্যুও হতে পারে । ম্যালেরিয়া খারাপ হলে জন্ডিস, লিভার বা কিডনির সমস্যা, রক্তশূন্যতাও হতে পারে ।

আরও পড়ুন:পৃথিবীকে রক্ষা করার শপথ নিয়েই পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস

ABOUT THE AUTHOR

...view details