হায়দরাবাদ: বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ম্যালেরিয়া দিবস ৷ প্রতিবছর 25 এপ্রিল দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালিত হয় । ম্যালেরিয়া মুক্ত পৃথিবী গড়ে তোলা যে কতটা প্রয়োজন তা আরও একবার জনসাধারণকে মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয় এইদিন । লক্ষ লক্ষ মানুষ মারা যায় এই রোগে ৷ শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যায় না এই রোগ থেকে ৷ রাষ্ট্রসংঘর বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে এই দিবস সমগ্র বিশ্বের এর সদস্য রাষ্ট্রসমূহ এবং এর সঙ্গে জড়িত অন্য সংস্থাগুলি ম্যালেরিয়া প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টির জন্য এই দিবস পালন করে ।
গ্রীষ্মের ঋতু তার সঙ্গে অনেক সমস্যা নিয়ে আসে । তার মধ্যে ম্যালেরিয়া অন্যতম । প্রতিবছর 25 এপ্রিল সারা বিশ্বে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় ৷ যার মূল উদ্দেশ্য ম্যালেরিয়াল জ্বর সম্পর্কে মানুষকে সচেতন করা । মশার বাহিনী এই মরশুমে নানা রোগের সৃষ্টি করে । মশা হল এমন শিকারী প্রাণী যা শতাব্দীর পর শতাব্দী ধরে বেড়ে উঠেছে যা প্রতিবছর সাত লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটায় । স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া হতে পারে ৷ যা সঠিকভাবে চিকিৎসা না করলে মৃত্যুও হতে পারে ।
ম্যালেরিয়া জ্বর এক ধরনের সংক্রামক রোগ । এটি স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ছড়ায় । স্ত্রী অ্যানোফিলিস মশা তাদের লালার মাধ্যমে প্লাজমোডিয়াম পরজীবী ছড়ায় যা ম্যালেরিয়া সৃষ্টি করে । ম্যালেরিয়া প্রতিবছর লক্ষাধিক মানুষকে হত্যা করে ৷ তাই এই রোগ সম্পর্কে সচেতন হওয়া জরুরি ।