হায়দরাবাদ: প্রতি বছর 2 জানুয়ারি বিশ্ব অন্তর্মুখী দিবস (World Introvert Day) হিসেবে পালিত হয়। অন্তর্মুখী ব্যক্তিরা স্বভাবগতভাবে শান্ত হয় ৷ কথাও কম বলেন ৷ তবে এর অর্থ এই নয় যে তাঁরা বোকা বা কোনও ধরনের মানসিক রোগে ভুগছেন । এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল মানুষকে অন্তর্মুখী জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ৷ তবে বাড়িতে বা অফিস এই জাতীয় মানুষদের পরিচালনা করা কিছুটা চ্যালেঞ্জিং। যার কারণে অনেক সময় এই ধরনের মানুষদের সঙ্গে বিভ্রান্তির সৃষ্টি হয় ৷ জেনে নিন, অন্তর্মুখী মানুষের সঙ্গে আচরণ করার কিছু উপায়, যা আপনার জন্য খুব উপকারী হতে পারে (Which can be very beneficial for you)।
ইন্ট্রোভার্ট কী ?
আমাদের পরিবার, বন্ধুবান্ধব, আশেপাশের বা অফিসের কিছু মানুষের এমন স্বভাব থাকে যে তারা সহজেই যে কারও সঙ্গে মিশতে পারে ৷ আবার এমন কিছু মানুষ রয়েছে যারা সবার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে না । আরামদায়ক হওয়া মানে খোলামেলা কথা না বলা, বিচ্ছিন্ন এবং একা একা থাকা । এই ধরনের মানুষ ইন্ট্রোভার্ট। যাঁরা খোলাখুলিভাবে তাঁদের মতামত প্রকাশ করেন তাঁদের আত্মবিশ্বাসী, বুদ্ধিমান এবং সক্ষম বলে মনে করা হয় ৷ উলটো দিকে, শান্ত প্রকৃতির মানুষ প্রায়শই বোকা হিসাবে বিবেচিত হয় ৷ যদি আপনার জীবনে, ফ্রেন্ড সার্কেল বা অফিসে কোনও ইন্ট্রোভার্ট ব্যক্তি থেকে থাকেন তবে তাঁদের কীভাবে পরিচালনা করবেন তা জেনে রাখা দরকার ।
তাঁদের বোঝার চেষ্টা করুন:ইন্ট্রোভার্ট মানুষরা একা থাকতে পছন্দ করেন ৷ তাঁরা বিরক্ত বা দুঃখ বোধ করেন না । বরং তারা একা থাকাই বেশি উপভোগ করেন ৷ তাই এটিকে ইগোতে না নিয়ে তাঁদের বোঝার চেষ্টা করুন ।