পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Asthma Attacks on Women: পুরুষদের থেকে মেয়েদের হাঁপানির ঝুঁকি বেশি : গবেষণা

মেয়েদের যৌন হরমোন বাড়াতে পারে হাঁপানির সমস্যা (Women Asthma Symptoms ) ৷ এমনটাই বলছে গবেষণা ৷

By

Published : Apr 28, 2022, 4:29 PM IST

Women more likely to have asthma attacks
পুরুষদের থেকেও বেশি মেয়েদের হাঁপানির সমস্যার ঝুঁকি

হায়দরাবাদ :হাঁপানি এবং ফুসফুস সংক্রান্ত যুক্তরাজ্যের একটি নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলাদের শরীরের বিভিন্ন হরমোন হাঁপানির কারণ হতে পারে (Women Asthma Symptoms) ৷ সম্প্রতি বিবিসিতে এই সংক্রান্ত একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে ৷ সাধারণত ফুসফুস এবং হাঁপানির সঙ্গে লিঙ্গগত পার্থক্যের কোনও সম্পর্ক আছে কি না তা নিয়েও আরও গবেষণার আগ্রহ বাড়িয়ে দিয়েছে এই সমীক্ষা ৷

হাঁপানি হল এমন একটি অবস্থা, যেখানে শ্বাসনালী সরু, ফুলে যায় এবং অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হয়, যার জেরে শ্বাস নিতে সমস্য়া দেখা দেয় ৷ বিশ্বব্যাপী প্রায় 136 মিলিয়ন মহিলা হাঁপানিতে ভুগছেন । বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরে হাঁপানির সমস্য়ায় মৃত্যু হয়েছে 2,300 জন পুরুষের ৷ আর মহিলাদের সংখ্যাটি তো আরও আতঙ্কজনক ৷ গত পাঁচ বছরে হাঁপানির শিকার হয়ে 5,100 জনেরও বেশি মহিলা মারা গিয়েছেন । অনেকেই জানতেন না যে, মহিলাদের যৌন হরমোনের তারতম্য হাঁপানির উপসর্গগুলি বাড়িয়ে দিতে পারে ৷ যার ফলে মৃত্যুও হতে পারে ৷

রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাট অ্যাস্থামা অ্যান্ড লাং ইউকে-এর পরিচালক ডাঃ সামান্থা ওয়াকার বলেন, "অ্যাস্থামাকে উপেক্ষা করার একটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে ৷" তিনি আরও জানান, শৈশবে, হাঁপানি ছেলেদের মধ্যে বেশি প্রবল এবং তীব্র হয় । তবে বয়ঃসন্ধির পরে পরিস্থিতি বিপরীত হয়ে যায় এবং মহিলাদের মধ্যে হাঁপানি আরও প্রবল হতে থাকে ৷ এই দাতব্য সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমানে 'ওয়ান সাইজ ফিটস অল' এই পদ্ধতি আর কাজ করছে না ৷ কারণ এটি বয়ঃসন্ধি, পিরিয়ড, গর্ভাবস্থা এবং মেনোপজের সময় মহিলাদের যৌন হরমোনগুলি হাঁপানির লক্ষণ এবং আক্রমণের উপর যে প্রভাব ফেলতে পারে, তা এতদিন ধারণার বাইরে ছিল ৷

আরও পড়ুন :পেটের অতিরিক্ত চর্বি হয়ে দাঁড়াচ্ছে সমস্যার কারণ ? দেখে নিন কিছু সহজ যোগ ব্যায়াম

রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাট অ্যাস্থামা অ্যান্ড লাং ইউকে-এর চিফ এক্সিকিউটিভ সারা উলনফ বলেন, "আমাদের জ্ঞান কম থাকার কারণেই আমাদের নারীদের হারাতে হচ্ছে ৷ তাঁদের হাঁপানির লক্ষণগুলির সঙ্গে লড়াই করার ক্ষেত্রে একা ছেড়ে দিতে হচ্ছে ৷ হাসপাতালেই হোক বা বাইরে তাঁরা একটি চক্রে আটকে আছে ৷ কিছু ক্ষেত্রে তাঁদের জীবনও হারাতে হচ্ছে ৷"

ABOUT THE AUTHOR

...view details