হায়দরাবাদ:বাঙালির শীতকাল যেন খুবই প্রিয় ৷ শীত আসতে আর হাতেগোনা কয়েকটা দিন । এখন থেকেই প্রায় ঠাণ্ডা ঠাণ্ডা ভাব । ত্বকেও একটু একটু টান ধরছে । তৈলাক্ত ত্বকও এই সময় শুষ্ক হয়ে যায় । আর ত্বক যদি শুষ্ক হয়ে যায় তার জেল্লা চলে যায় । তাই শীতের শুরু থেকেই ত্বকের যত্ন নেওয়া উচিৎ । জেনে নিন কীভাবে নেবেন শীতকালে ত্বকের যত্ন (Skin Care) ?
শীতে গরম জলে স্নান করেন প্রায় সকলেই । কিন্তু জানেন কী গরম জল ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় । তাই গরম জলে মুখ কখনওই ধোয়া উচিৎ নয় ।
শীতে ত্বক বেশি শুষ্ক হয়ে যায় । তাই ত্বককে ময়শ্চারাইজ করা প্রয়োজন । স্নান করার পর এবং রাতে শুতে যাওয়ার আগে ভালো করে মুখে ক্রিম লাগানো দরকার ৷ অয়েল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করা ভালো । এই সময় ত্বককে ময়শ্চারাইজ করলে, ত্বক মোলায়েম ও নরম থাকে ৷ শীতকালে মরা চামড়ার কারণে ত্বক নির্জীব হয়ে যায় । শুষ্ক ত্বকেই এই সমস্যা বেশি হয় । তাই শুষ্ক ত্বক থেকে বাঁচতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন ৷