পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

hair curl in the summer: গরমকালের চুল কোঁকড়ানোর সমস্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষকদের

কারোর চুল কোঁকড়ানো হয় আবার কারোর চুল লম্বা সোজা হয় ৷ কিন্তু কেন চুল কোঁকড়ানো হয়, তা অনেকেই জানেন না ৷ আবার গরম কালে চুল বেশি কোঁকড়ায়, তাও অনেকের অজানা ৷ গবেষকরা সম্প্রতি এক গবেষণা সামনে এনেছেন, যেখানে গরম কালে কোঁকড়ানো চুলের রহস্য সামনে আনা হয়েছে ৷

Etv Bharat
কোঁকড়ানো চুলের পিছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

By

Published : Aug 12, 2023, 3:06 PM IST

হায়দরাবাদ:কার্লি বা কোঁকড়ানো চুল অনেকের পছন্দের আবার অনেকের পছন্দের নয় ৷ অনেকেই চান, লম্বা ঘন চুল ৷ আবার কারোর পছন্দ কোঁকড়ানো ৷ তবে যেমন পছন্দই হোক না কেন, চুলের এই প্রকারভেদের নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ ৷ দ্য কনভার্সেশন নামে এক পত্রিকায় সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ্যে এসেছে ৷ যেখানে বলা হয়েছে, চুলের গঠনে নানা ভিন্নতা দেখা যায় ৷ আর তা চুলের গোড়া থেকেই শুরু হয় ৷ একটা চুল সোজা হবে না কোঁকড়ানো হবে, তা নির্ধারিত হয় চুলের গোড়া বা হেয়ার ফলিকলে ৷ তবে অনেক সময় গরম কালেও চুল কোঁকড়ানোর সমস্যা দেখা দেয় ৷ তারও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা ৷

চামড়ার নীচে থাকে হেয়ার ফলিকল ৷ এর গঠনই ঠিক করে দেয়, চুলের আকৃতি কেমন হবে ৷ মাথার ত্বকের সবচেয়ে ভিতরের বা মূল স্তরটি হল মেডুলা। এই স্তরটি আর্দ্রতা ধারণ করে, অনেকটা গাছের কাণ্ডের মাঝখানে থাকা মজ্জার মতো। এই স্তরটিও খুব ভঙ্গুর, কিন্তু শুধুমাত্র ঘন বা মোটা চুলেই এই অংশ থাকে ৷ তাই যাদের পাতলা চুল, তাঁদের সাধারণত মেডুলা স্তর থাকে না।

হেয়ার ফলিকল ঠিক করে চুলের আকৃতি

এরপরে থাকে কর্টেক্স, যা বেশিরভাগ চুল তৈরি করে এবং গাছের কাঠের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কর্টেক্স বসন্ত-আকৃতির প্রোটিন অণু দ্বারা গঠিত যা একটি নলাকারে সমান্তরাল সারিতে থাকে। সেই বান্ডিলের সঠিক আকৃতি চুলের ফলিকল দ্বারা নির্ধারিত হয়, যা ত্বকের একটি ছিদ্র, যেখান থেকে চুল গজায়। সোজা চুলের ফলিকলগুলোও থাকে সোজা। সরাসরি ত্বকের নিচ থেকে উঠে আসে। অন্যদিকে হেয়ার ফলিকলের আকৃতি আঁকাবাঁকা হলে চুলের আকৃতিতে অসমতা দেখা যায়, চুল হয় কোঁকড়া। পাশাপাশি, হেয়ার ফলিকলের আকৃতি ভিন্ন হওয়ার আরেকটি কারণ হল জিনগত। যার ফলে সন্তানের চুল সাধারণত বাবা অথবা মায়ের চুলের মতো হয়। কিছু ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম দেখা যায়। সবশেষে, চুলের সবচেয়ে বাইরের স্তরটিকে বলা হয় কিউটিকল। কিউটিকল একটি গাছের বাকলের মতো এবং এটি এমনকি একটি মাইক্রোস্কোপের নীচে গাছের ছালের মতো দেখতে লাগে ৷

আবার অনেক সময় গরমের সময়েও চুর কোঁকড়ানোর সমস্যা দেখা যায় ৷ একটি ক্ষতিগ্রস্থ কিউটিকল স্তর কর্টেক্সকে ঘামের কারণে অণুগুলি সংবেদনশীল করে তোলে ৷ যা চুলের মারাত্মক ক্ষতি করে ৷ যখন কিউটিকল সুস্থ থাকে, তা কর্টেক্সকে রক্ষা করতে পারে ৷

জিনগত কারণে চুল কোঁকড়ানো হয় ৷

আরও পড়ুন: চটজলদি মেদ ঝড়াতে চান? ম্যাজিকের মতো কাজ করবে এই জল

গবেষণায় বলা হয়েছে, গরম কালে কোঁকড়ানো চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ারও উপায় রয়েছে ৷ তার জন্য নিয়ম করে মাথার ত্বকের যত্ন নিতে হবে ৷ পরিষ্কার, স্বাস্থ্যকর মাথার ত্বকে স্বাস্থ্যকর চুলের কিউটিকল বাড়ে। চুলে ময়শ্চারাইজিং জিনিস ব্যবহার করে কিউটিকলের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। তেল এবং ময়শ্চারাইজিং চিকিত্সা ক্ষতিগ্রস্ত কিউটিকল পুনরুদ্ধার করতে পারে।

ABOUT THE AUTHOR

...view details