হায়দরাবাদ :বিশ্ব স্বাস্থ্য় সংস্থার দ্বারা গঠিত একটি বিশেষজ্ঞ দল বলছে ওমিক্রন এবং এর সাবভেরিয়েন্টগুলির ক্রমাগত বিশ্বব্যাপী যেভাবে প্রভাব ফেলেছে তাতে ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার ডোজ দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা সুবিধা করতে পারে ৷ মঙ্গলবার একটি বিবৃতি জারি করে রাষ্ট্রসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্য়ক্তি তথা 60 বছরের বেশি বয়সি মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত বুস্টার ডোজ যে যথেষ্ট কার্যকরী তার প্রমাণ মিলেছে (WHO on COVID Booster Dose)৷
হু জানিয়েছে বিশেষজ্ঞরা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার ডোজগুলির জন্য সাতটি গবেষণা থেকে ডেটা সংগ্রহ করেছেন ৷ তাঁরা বলেছেন যে অল্পবয়সী, সুস্থ ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের এই বুস্টার ডোজের কার্যকারিতা প্রমাণ করার পর্যাপ্ত তথ্য এখনও নেই । তবে যাঁদের রোগের সম্ভবনা মারাত্মক বা মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি তাদের ক্ষেত্রে mRNA ভ্যাকসিনের অতিরিক্ত বুস্টার ডোজের উপকারি হতে পারে ৷ হু স্বীকার করে নিয়েছে যে সমস্ত মানুষকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে কিছু দেশে বেশ কিছু চ্যালেঞ্জ সামনে আসতে পারে ৷ অনেক ধনী দেশ জনসংখ্যার 70 শতাংশের বেশি মানুষকে টিকা দিতে পেরেছে , কিন্তু দরিদ্র দেশগুলি 16% এরও কম মানুষকে টিকা দিতে পেরেছে ।