পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

WHO on 2nd COVID Booster : রোগ প্রতিরোধ ক্ষমতায় দুর্বলদের জন্যই বুস্টার ডোজ : হু - WHO on 2nd COVID Booster

ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার ডোজ কেবল দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রেই কিছুটা সুবিধা করতে পারে ৷ এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO on COVID Booster Dose) ৷

WHO on 2nd COVID Booster
যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নেই তাঁদেরই দেওয়া দ্বিতীয় বুস্টার ডোজ : হু

By

Published : May 18, 2022, 9:41 PM IST

হায়দরাবাদ :বিশ্ব স্বাস্থ্য় সংস্থার দ্বারা গঠিত একটি বিশেষজ্ঞ দল বলছে ওমিক্রন এবং এর সাবভেরিয়েন্টগুলির ক্রমাগত বিশ্বব্যাপী যেভাবে প্রভাব ফেলেছে তাতে ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার ডোজ দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা সুবিধা করতে পারে ৷ মঙ্গলবার একটি বিবৃতি জারি করে রাষ্ট্রসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্য়ক্তি তথা 60 বছরের বেশি বয়সি মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত বুস্টার ডোজ যে যথেষ্ট কার্যকরী তার প্রমাণ মিলেছে (WHO on COVID Booster Dose)৷

হু জানিয়েছে বিশেষজ্ঞরা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার ডোজগুলির জন্য সাতটি গবেষণা থেকে ডেটা সংগ্রহ করেছেন ৷ তাঁরা বলেছেন যে অল্পবয়সী, সুস্থ ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের এই বুস্টার ডোজের কার্যকারিতা প্রমাণ করার পর্যাপ্ত তথ্য এখনও নেই । তবে যাঁদের রোগের সম্ভবনা মারাত্মক বা মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি তাদের ক্ষেত্রে mRNA ভ্যাকসিনের অতিরিক্ত বুস্টার ডোজের উপকারি হতে পারে ৷ হু স্বীকার করে নিয়েছে যে সমস্ত মানুষকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে কিছু দেশে বেশ কিছু চ্যালেঞ্জ সামনে আসতে পারে ৷ অনেক ধনী দেশ জনসংখ্যার 70 শতাংশের বেশি মানুষকে টিকা দিতে পেরেছে , কিন্তু দরিদ্র দেশগুলি 16% এরও কম মানুষকে টিকা দিতে পেরেছে ।

গত বছর, হু বারবার বুস্টার ডোজ দেওয়ার জন্য ধনী দেশগুলির সমালোচনা করেছিল ৷ অনুশীলনে স্থগিতাদেশ দেওয়ার আহ্বানও জানিয়েছিল ৷ হু জানিয়েছিল বুস্টারগুলি সুস্থ মানুষের জন্য অপ্রয়োজনীয় । অবশ্য ওমিক্রনের প্রভাব প্রবলভাবে বাড়তে শুরু এই সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটতে বাধ্য হয় হু ৷ কিছু বিশেষজ্ঞ আবার সতর্ক করেছেন যে উন্নত এবং উন্নয়নশীল দেশের মানুষকে সিঙ্গেল বুস্টার ডোজ দিতে গিয়ে বিশ্ব ব্যাপী ভ্যাকসিনের সরবারহ নিয়ে সমস্য়া দেখা দিতে পারে ৷

আরও পড়ুন: হার্ট ফেলিওরের প্রকোপ থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ টিপস

নানা ক্ষেত্রে নানা বয়সের মানুষকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যেমন আমেরিকায় 50 এবং তার বেশি বয়সি মানুষজন দ্বিতীয় বুস্টার শটের জন্য যোগ্য আবার ইউরোপীয় মেডিসিন এজেন্সি শুধুমাত্র 80 বা তার বেশি বয়সিদেরই এই টিকা দিচ্ছে । তবে হু-এর পক্ষ থেকে মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন "আমরা যা দেখছি তাতে যাঁদের টিকা দেওয়া হয়েছে তাঁদের গুরুতর রোগ এবং মৃত্যুর ঝুঁকি অনেক কমে গেছে ৷" তাই টিকা নিয়ে প্রচারাভিযানের ওপরেই জোর দিচ্ছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details