হায়দরাবাদ: পরিবারে সন্তান আসা মানেই সুখের অনুভূতি । বিশেষকরে মায়ের পক্ষে(New Mother) । সন্তানসুখ একই রকম ভাবে বাবারও । তাঁর ভূমিকা ছাড়া যে সন্তান পৃথিবীতে আসত না, এটাও অস্বীকার করার নয় ৷
পাশাপাশি, এই সন্তানের জন্মসংক্রান্ত আরেকটি অসুবিধার কথাও অস্বীকার করা যাবে না । এই অসুবিধা একান্ত ভাবেই যৌনতার সঙ্গে জড়িয়ে রয়েছে । সদ্য মা হয়েছেন, সন্তানকে স্তন্যপান করাচ্ছেন মা ৷ এমন অবস্থায় স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন কি নিরাপদ ? এই সময়ে স্ত্রীর সঙ্গে যৌনক্রীড়ায় (Sex) কী কী অসুবিধা দেখা দিতে পারে ?
দেখে নিন বিশেজ্ঞদের মতে:
1) ব্যক্তিটিকে সন্তানজন্মের শুভেচ্ছা জানিয়ে একটা বিষয়ে সতর্ক থাকতে বলছেন । সন্তানের জন্মের পর নারীদের স্তনদেশ (Boobs), বিশেষ করে স্তনবৃন্ত (Nipples) খুবই স্পর্শকাতর অবস্থায় থাকে । তাই এইক্ষেত্রে সচেতন হতে হবে । সামান্য আঘাতও তীব্র ব্যথা জাগিয়ে তুলতে পারে । তাই সদ্য মা হওয়া নারীর উপর অবশ্যই খেয়াল রাখতে হবে ৷
2) সন্তানের জন্মের পর নারীর স্তনদেশ তাকে খাদ্য জোগানোর (Breastfeeding) কাজে প্রকৃতিগত ভাবে থাকে । ফলে এইসময়ে স্তনবৃন্ত আঘাত করলে দুগ্ধ নিঃসরণের (Breast Milk) সম্ভাবনা অতি প্রবল । সেইক্ষেত্রে বিরক্ত বোধ করলে চলবে না । মাথায় রাখতে হবে যে এটাই স্বাভাবিক ।
আরও পড়ুন: মেনোপজের আগে চাপ ও উদ্বেগ বিশ্বব্য়াপী সমস্যা, বলছে গবেষণা
3) সন্তানের জন্মের পরে নারীর শরীরে প্রোল্যাকটিন (Prolactin) হরমোনের ক্ষরণ বেড়ে যায় ৷ এরফলে স্তন্যদুগ্ধ নিঃসৃত হয় । এই সময়টায় এস্ট্রোজেন (Estrogen) হরমোনের ক্ষরণ পরিমাণে কম হয়, ফলে যোনিদেশ শুষ্ক হয়ে থাকে। সে ক্ষেত্রে সঙ্গীর শরীরে প্রবেশ করতে চাইলে তাঁর ব্যথা লাগতে পারে । তাই সদ্য মা হওয়া নারীর সঙ্গে সঙ্গমকালে লুব্রিক্যান্টের ব্যবহার বাঞ্ছনীয় ৷
4)স্তনবৃন্ত নিপীড়ন আর শরীরে প্রবেশ করা ছাড়াও অন্য নানা দিক থেকে যৌনতা সুখকর হয়ে উঠতে পারে । তাই কানের পিছনে চুম্বন করা, ঘাড়ে চুম্বন করা, নাভিদেশে আদর করা, কোমর-নিতম্বের বাঁক স্পর্শ করে উত্তেজনা জাগানো ইত্যাদি সদ্য মা হওয়া সঙ্গীর সঙ্গে আপনি আপনার যৌনমিলন এইভাবেই ভাগ করে নিতে পারেন ৷