হায়দরাবাদ: বিগত কয়েকবছর ধরে পুজোর সাজে স্ট্রেট চুলের (Straight Hair) ভীষণ রকম চল । আসলে এই ধরনের চুলে জট পড়ার তেমন কোনও সম্ভাবনা থাকে না । আবার দেখভাল করাও সহজ । ফলে নতুন প্রজন্ম এখন হেয়ার স্ট্রেটনিংয়ের (Hair Straightening) দিকেই ঝুঁকছে (Durga Puja Fashion)।
কিন্তু সমস্যা হল, স্ট্রেটনিং বেশ খরচসাপেক্ষ বিষয় । আর কিছুদিন যেতে না যেতেই চুল আবার ধীরে ধীরে আগের রূপে ফিরতে শুরু করে । ফলে পার্লারে গিয়ে টাকা খরচ করে চুল স্ট্রেট করতে অনেকেই চান না । আবার অনেকে চুলের জন্য একেবারেই ঝুঁকি নিতে চান না । ফলে স্ট্রেটনিং করতে পছন্দ করেন না । তবে এখন চিন্তা না করেও ঘরেই কম খরচে বানিয়ে ফেলুন হেয়ার মাস্ক ৷ যা তৈরি একেবারেই ঘরোয়া উপাদানের সাহায্যে । ফলে খরচও কম হবে (Straighten hair At Home) ৷ জেনে নিন ঘরে কীভাবে হেয়ার মাক্স বানাবেন ?
1) মাস্ক বানানোর উপকরণ:
2টো পাকা কলা
2 টেবিল চামচ মধু