হায়দরাবাদ: মানুষ মুখের সৌন্দর্যের জন্য অনেক উপায় চেষ্টা করে ৷ কিন্তু শরীরের অন্যান্য অংশে মনোযোগ দিতে ভুলে যায় । আমরা অনেকেই দৈনন্দিন কাজে হাত ব্যবহার করি । রান্না করা, থালা-বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি । জলের সঙ্গে ক্রমাগত যোগাযোগের কারণে হাতের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় । হাতের ত্বকের প্রতি যত্ন না নিলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যায় । এমন পরিস্থিতিতে হাতের তালু নরম করতে ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করতে পারেন । এগুলি ব্যবহার করে ঘরেই তৈরি করতে পারেন স্ক্রাব ৷ চলুন জেনে নি, তৈরির পদ্ধতি ।
চিনি ও অলিভ অয়েল স্ক্রাব:এই স্ক্রাবটি তৈরি করতে একটি পাত্রে 2 টেবিল চামচ চিনি নিন ৷ এতে 1 টেবিল চামচ অলিভ অয়েল দিন । এবার ভালো করে মিশিয়ে নিন । এই মিশ্রণটি দিয়ে হাত আলতো করে ম্যাসাজ করুন । কয়েক মিনিট রেখে দিন । এর পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন ।
ওটমিল এবং মধু স্ক্রাব:এটি তৈরি করতে একটি পাত্রে 2 টেবিল চামচ গ্রাউন্ড ওটস নিন । এতে 1 টেবিল চামচ মধু যোগ করুন । এই পেস্টটি ভালো করে মিশিয়ে নিন ৷ এবার হাতে লাগান । কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন ।