হায়দরাবাদ:মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই সৌন্দর্যের অংশ ৷ এক এক অঙ্গের একেক রকম যত্ন দরকার ৷ বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন-ই আপনার শরীরের জন্য উপকারী (Vitamin E) ৷ জেনে নিন এর উপকারিতা-
- শীতকালে ত্বক দ্রুত শুকিয়ে যায় । রাতে ঘুমানোর আধ ঘণ্টা আগে সামান্য ভিটামিন-ই তেল লাগান । অথবা আপনার নাইট ক্রিমে এক ড্রপ যোগ করুন ! মুখে যথেষ্ট আর্দ্রতা পায় এবং আপনাকে উজ্জ্বল দেখাতে সাহায্য় করে ৷
- মুখ কুঁচকানো এবং শিল্পহীন দেখায় ? ভিটামিন-ই তেলে বার্ধক্য প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে । এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শুধু মুখে রক্ত সঞ্চালনই উন্নত করে না এবং বলিরেখা দূরে রাখে না, ত্বককে টানটান ও চকচকে করে ।
- থালা-বাসন পরিষ্কার করা, জামাকাপড় ধোয়া সবই জলের সাহায্য নিতে হয় । এই রাসায়নিকগুলিও নখের উপর প্রভাব ফেলে । কিছু উপাদান রান্না করার সময় নখের রঙ পরিবর্তন হয়ে যায় । প্রতিদিন রাতে নখে কয়েক ফোঁটা ভিটামিন-ই তেল আলতোভাবে ম্যাসাজ করুন । এতে আপনার নখকে ভালো থাকবে ৷