হায়দরাবাদ: আপনার ত্বকের জেল্লা সবার নজর করুক ৷ এটা নিশ্চয়ই সবাই চায় ৷ আর এই চাওয়া মেয়েদের জন্য অস্বাভাবিক কিছু নয় । আমরা যেমন সবাই চাই ত্বকের উজ্জ্বলতা বাড়ুক বহুগুণে ৷ আর এই জেল্লা পেতে গেলে তো আপনাকে ত্বকের চর্চা করতেই হবে ৷ এই রূপচর্চায় ভিটামিন সিএর ব্যবহার জুরি মেলা ভার ৷ অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন রূপচর্চাতে ভিটামিন সি খুবি গুরুত্বপূর্ণ (Skin Care)৷
দৈনিক রুটিনে ত্বকের যত্নে ভিটামিন সি ব্যবহার অনেকেই করেন (Vitamin C) ৷ আপনি যদি এখনও ভিটামিন সি ব্যবহার না করেন, তবে জেনে নিন ত্বকের যত্নে ভিটামিন সিএর ব্যবহার ৷
ভিটামিন সি কখন ত্বকে লাগাতে হবে ?
অনেকেই মনে করেন, ভিটামিন সি ব্যবহার করলে নাকি ত্বককে রোদের হাত থেকে বাঁচানো সম্ভব । কারণ এটি ফ্রি ব়্যাডিকালের আক্রমণও রোধ করে । সে কারণে অনেকেই দিনের বেলায় ভিটামিন সি মাখেন । কিন্তু ভিটামিন সি মাখলেও আপনার সানস্ক্রিন মাখা প্রয়োজন । কারণ ভিটামিন সি রোদের মধ্যে আরও বেশি সেন্সিটিভ হয়ে ওঠে । আর সেই কারণেই কিন্তু আপনার ত্বক জ্বালা করতে পারে । দিনের বেলা যদি আপনার কোথাও বেরনোর থাকে, তাহলে ত্বকে ভিটামিন সি না লাগানোই ভালো । আপনি বাড়িতে থাকলে ভিটামিন সি ফেস সিরাম লাগাতে পারেন । আবার নাইট ক্রিমের সঙ্গেও এই ভিটামিন সি ব্যবহার করতে পারেন । এটি আপনার ত্বক রাখে টানটান ৷