হায়দরাবাদ: অগস্টে শেষ হবে বর্ষার মরশুম ৷ এতদিন যাঁরা ঘরবন্দি ছিলেন, সময় এসে গিয়েছে ব্যাগপত্র গুছিয়ে বেড়িয়ে পড়ার ৷ পাহাড়, সমুদ্র বা জঙ্গল প্রকৃতির হাতছানিতে সাড়া দিতে প্রস্তুত ৷ তবে যাঁরা সমুদ্র পছন্দ করেন এই প্রতিবেদন তাঁদের জন্য ৷ সমুদ্র সৈকত বললে মাথায় আসে গোয়া, আন্দামান বা কেরালার সমুদ্র সৈকত ৷ আজ আপনাদের এমন কয়েকটা সমুদ্র সৈকতের সন্ধান দেব, যা সেইভাবে এখনও এক্সপ্লোর হয়নি ৷ তাই ভিড় এড়িয়ে প্রিয়জনের সঙ্গে বা পরিবারের সঙ্গে বেড়িয়ে আসতে পারেন এই সমুদ্র সৈকতগুলি থেকে ৷ রইল তালিকা ৷
কন্ডুরা সমুদ্র সৈকত : কন্ডুরা মহারাষ্ট্রের কঙ্কন উপকূলে একটি ছোট্ট গ্রাম। এর সুন্দর সৈকতে সাদা বালি, পাথুরে উপকূলরেখা এবং কোন্ড নামে একটি ছোট পাহাড়ের উপরে একটি ছোট গুহা রয়েছে। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ পর্যটকদের বারবার আকৃষ্ট করবে ৷ এখানে, প্যারাসেলিং, ডাইভিং এবং সার্ফিংয়ের মতো স্পোর্টসের ব্যবস্থা রয়েছে ।
চেরাই সমুদ্র সৈকত : এই সমুদ্র সৈকত কেরালার কোচি শহরের ভাইপিন দ্বীপের উত্তর দিকে চেরাইতে অবস্থিত। রাজ্যের সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে এটি একটি । আর এখানে বেড়াতে আসলে উপরি পাওনা সমুদ্রে ডলফিনদের আনাগোনা ৷ কোচি শহর থেকে প্রায় 33 কিমি দূরে অবস্থিত এই সমুদ্র সৈকত।