হায়দরাবাদ: এমন কিছু বাস্তু টিপস রয়েছে যা আপনার জীবনে সাফল্য ও সমৃদ্ধি বয়ে আনবে ৷ এই বাস্তু টিপস আপনি অফিসেও মেনে মেনে চলতে পারবেন ৷ বাস্তুশাস্ত্র বলছে, কয়েকটি বিষয়ে যত্ন নিলে জীবনে এগিয়ে যেতে ও নতুন মাইলফলক অর্জন করতে আপনার চারপাশের শক্তিকে সারিবদ্ধ করতে পারেন ৷ অফিসে কীভাবে মেনে চলবেন বাস্তু ? জেনে নিন এই বিষয়ে বাস্তু বিশেষজ্ঞের মতামত :
অফিস ডেস্ক পরিষ্কার রাখুন : আমরা অনেকেই ঠিকঠাক জায়গায় না করেও ভালো আছি ৷ আমরা হয়তো বুঝিই না যেখানে বসে কাজ করছি সেই জায়গাটা আদৌ কাজ করার জন্য বাস্তুমতে ঠিক কিনা ৷ আপনি যেখানেই বসুন না কেন, সেটা অফিস হোক বা ঘর জায়গাটা পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করুন ৷ এটি কাজের পাশাপাশি আপনার মানসিকতার উপর ইতিবাচক প্রভাব ফেলে ৷ এমনকি যে চাকরি আপনার ভালো লাগছে না সেখানেও এই বাস্তু মেনে চললে উপকার পাবেন ৷ এমনটাই বলছেন বাস্তু বিশেষজ্ঞরা ৷
সঠিক দিকে বসুন : বাস্তুশাস্ত্র অনুসারে, একজন কর্মচারীকে পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে মুখ করে বসতে হবে ৷ এই দিকগুলিকে শুভ বলে মনে করা হয় ৷ এই দিকগুলি ইতিবাচক শক্তি ও সাফল্যকে নির্দেশ করে ৷ বিশেষজ্ঞের মতে, অফিসেরও এই বিষয়টি নিয়ে মিটিং রুম বা কর্মীদের সঙ্গে আলোচনা করা উচিত ৷ কারণ এতে ব্যবসার উন্নতি ও কোম্পানির উপকার হবে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে ৷
ক্যান্টিনে খাওয়া-দাওয়া করুন :কাজের জায়গায় খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছে বাস্তুবিদরা ৷ ক্যান্টিনে বা ডেস্ক ছাড়া অন্য কোথাও খাবার খাওয়া উচিত ৷ মাথা নিচু করে হলেও ডেস্কে ঘুমোনো উচিত নয় ৷