16 মার্চ ভারতে পালন করা হয় হাম টিকাকরণ দিবস, যার লক্ষ্য এই মারাত্মক অসুখ সম্পর্কে এবং কেন টিকাকরণ প্রয়োজন, তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, যদিও নিরাপদ এবং কম দামের ভ্যাকসিন এখন পাওয়া যায়, তা সত্ত্বেও 2018 সালে বিশ্বজুড়ে হামের প্রকোপে 1 লাখ 40 হাজারেরও বেশি মৃত্যু হয়েছে ৷ যাদের মধ্যে অধিকাংশই পাঁচ বছরের কমবয়সী শিশু । হামের টিকাকরণের জেরে বিশ্বজুড়ে 2000 থেকে 2018 সালের মধ্যে মৃত্যুর সংখ্যা 73 শতাংশ কমেছে ।
হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ ৷ যার কারণ একটি ভাইরাস ৷ এর কোনও ওষুধ হয় না । একে রোখার একমাত্র পথ টিকাকরণ ৷ যা একইসঙ্গে নিরাপদ ও সস্তা । হু জানাচ্ছে 1963 সালে হাম ভ্যাকসিন আসা এবং ব্যাপকভাবে টিকাকরণ শুরুর আগে দু-তিন বছর অন্তর বড় মহামারী দেখা দিত ৷ প্রতি বছর 2.6 মিলিয়ন মৃত্যু হত । কিন্তু হামের টিকাকরণের জন্য 2000 থেকে 2018 সালের মধ্যে 73 শতাংশ মৃত্যু কমেছে ।
হাম নিয়ে আরও তথ্য
হামের কারণ হল প্যারামিক্সোভাইরাস গোত্রের একটি ভাইরাস ৷ যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সঙ্গে হাওয়ায় মাধ্যমে ছড়াতে পারে । এই ভাইরাস সাধারণত শ্বাসনালীর মধ্যে ঢোকে এবং আস্তে আস্তে গোটা শরীরে ছড়িয়ে পড়ে । ভ্যাকসিন না নেওয়া বাচ্চারা বাকিদের তুলনায় বেশি ঝুঁকির মধ্যে থাকে । পাশাপাশি ভ্যাকসিন না নেওয়া অন্তঃসত্ত্বা এবং যাঁদের ভ্যাকসিন নিয়েও প্রতিরোধক্ষমতা গড়ে ওঠেনি, তাঁরাও আক্রান্ত হতে পারেন ।
আরও পড়ুন: খাদ্যকে সুরক্ষিত করা, ক্ষুধার বিরুদ্ধে লড়ার শক্তিশালী অস্ত্র
উপসর্গ
ভাইরাসের সংস্পর্শে আসার 7 থেকে 14 দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে এবং পরে তার আরও অবনতি হতে পারে । সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, নিম্নলিখিত উপসর্গগুলো দেখা দেয় :
১. সংক্রমিত হওয়ার 7 থেকে 14 দিন পর : প্রথম উপসর্গ
হাম সাধারণত শুরু হয়
জ্বর (104 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে)
কাশি
সর্দি
চোখ লাল হয়ে জল পড়া
২. উপসর্গ দেখা দেওয়ার 2 থেকে 3 দিন পর: কপলিক স্পটস
মুখের মধ্যে ছোটো ছোটো সাদা ছোপ দেখা দিতে পারে উপসর্গ শুরু হওয়ার দুই থেকে তিনদিনের মাথায় ।