হায়দরাবাদ: জবা ফুল সবার কাছে পরিচিত । কারণ জবা ফুল শুধু সৌন্দর্য চর্চায় নয়, এর রয়েছে নানারকম উপকারিতা । চুলের যত্নে জবা ফুল দারুণ উপাকরী । সঠিক নিয়মে জবা ফুলের তেল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় । চুলের যত্নের ক্ষেত্রে, জবা ফুল এবং পাতা দুটোই উপকারী । বর্তমানে বিভিন্ন রূপচর্চা পণ্য তৈরির সংস্থাগুলি, জবা ফুল এবং পাতা ব্যবহার করছে ।
জবা ফুল চুলের বৃদ্ধি করে এবং চুলকে ঘন ও শক্তিশালী করে তোলে । তাছাড়া চুল পড়া রোধ করে এবং খুশকির সমস্যার সমাধান করতেও সহায়তা করে । জেনে নিন, চুলের যত্নে জবা ফুলকে কীভাবে ব্যবহার করবেন ?
জবার তেল
জবার তেল চুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায্য করে । জবার তেল তৈরি করতে, প্রথমে 8টি জবা ফুল এবং 8টি জবা পাতা নিয়ে ভালো করে ধুয়ে বেটে পেস্ট তৈরি করে নিন । তারপর এক কাপ নারকেল তেল ভালো করে গরম করুন । তেল গরম হয়ে গেলে, জবার পেস্টটি তেলে মিশিয়ে আরও কিছুক্ষণ গরম করে, গ্যাস বন্ধ করে দিন । তারপর তেলটি ঢেকে রাখুন । ঠান্ডা হলে কিছুটা নিয়ে ব্যবহার করুন এবং বাকিটা জারে বা বোতলে ভরে রেখে দিন । এই তেলটি মাথার স্ক্যাল্প-সহ চুলে ভালো করে লাগিয়ে 10 মিনিট মাসাজ করুন । তারপর 30 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন । সপ্তাহে তিন দিন এভাবে এই তেলটি ব্যবহার করুন । নিজের চোখেই দেখতে পাবেন এর ফলাফল ৷