হায়দরাবাদ: গোলাপ জল ত্বক এবং চুল ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই গোলাপ জল ত্বকে এবং চুলে কীভাবে ব্যবহার করবেন ? গোলাপফুলের পাপড়ি জলে ফুটিয়ে যে তরল পাওয়া যায়, সেটাই গোলাপ জল । হালকা সুবাসিত এই তরলটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় । রাসায়নিকে ভরা পারফিউমের প্রাকৃতিক বিকল্প এটি । আসলে গোলাপ জল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান । আপনি যদি বাড়িতেই গোলাপ জল বানিয়ে নিতে পারেন, তাহলে তো আরও ভালো হয়। সেটা সম্পূর্ণ প্রাকৃতিক । গোলাপ জলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ । এমনকী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানও আছে । সেই জন্যে স্ক্যাল্পে কোনও ইনফেকশন হলে তা সারিয়ে দিতে পারে গোলাপ জল । আবার স্ক্যাল্পের প্রদাহ কমাতেও সাহায্য করে (Hair Tips) ।
জেনে নিন কেন এবং কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন গোলাপজল ।
1) মাথার ত্বক পরিষ্কার রাখে গোলাপ জল । এতে থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মাথার চুলকানি কমাতে সাহায্য করে ।
2) খুশকি দূর করতে কার্যকারিতা রয়েছে গোলাপ জলের । গোলাপের নিজস্ব প্রদাহরোধী এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করে ।
3) গোলাপ জলে ভিটামিন এ, সি, ডি, ই এবং বি 3 রয়েছে । এই পুষ্টি উপাদানগুলি চুল ভালো রাখার জন্য জরুরি । গোলাপ জল চুলের গোড়ায় সরাসরি স্প্রে করলে চুলের ফলিকলগুলির গভীরে ঢুকে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধি বাড়ে ।