হায়দরাবাদ: শশায় প্রচুর পরিমাণে জল থাকে ৷ শশার উপকারিতা অনেক । তবে শুধুমাত্র শরীর না, ত্বকের জন্যও ভীষণ উপকারী ৷ এখানেই শেষ নয়, শসা ত্বকের জন্য অথবা রূপচর্চার জন্য দারুণ কার্যকরী । আসলে শশায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট । শুধু তা-ই নয়, শসায় থাকে 96 শতাংশ জল, যার ফলে এটি সেনসিটিভ স্কিনের জন্যও একেবারেই নিরাপদ । জেনে নিন শশা ত্বকের জন্য কতটা উপকারী (Skin Care)?
ত্বকের শুষ্কতা দূর করতে বানিয়ে নিন শশার প্যাক । শশার কুচি করে বেটে নিন । তা থেকে রস বের করে ত্বকে লাগান । কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন । রাতে ঘুমানোর আগে একটি বোতলে জল ভরে শশা টুকরো করে রেখে দিন । পরদিন সেই জল দিয়ে দিয়ে ত্বক ধুয়ে ফেলুন । এতে ত্বক হবে উজ্জ্বল ।
ব্রণ কমাতেও শশা কাজে লাগে । ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয়ে যায় এবং তাতে ময়লা জমে থাকে, তা হলে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে । নিয়মিত শশার রস ত্বকে মাখলে তেলতেলে ভাব কমে । মুখও পরিষ্কার থাকে । ফলে নিয়ন্ত্রণে থাকে ব্রণর সমস্যাও । অনেক সময় দেখা যায় চোখের নীচে অনেকেরই কালো দাগ পড়ে । শশার রস নিয়মিত মাখলে এই দাগ দূর হবে ।