এই সময়ে দাঁড়িয়েও ‘পুরুষ বন্ধ্যাত্ব’ শব্দবন্ধটিকে কেমন যেন ভিন গ্রহের বলে মনে হয় । আসলে এক নয় । একাধিক কারণের জন্য, এই সমাজ পুরুষ বন্ধ্যাত্বকে একটি সাধারণ ‘মেডিকেল কন্ডিশন’ হিসাবে ধরে নিতে পারে না । কিন্তু বিষয়টি নিয়ে শুধু আলোচনাই হওয়া উচিত নয়, বরং বিষয়টিকে স্বাভাবিক হিসাবেই দেখা এবং মানুষকে এটি নিয়ে শিক্ষিতও করা উচিত যাতে অন্তঃসত্ত্বা হতে না পারলে কেবলমাত্র মহিলাদের দিকেই আঙুল না ওঠে । এর পাশাপাশি বন্ধ্যাত্বে আক্রান্ত পুরুষদের প্রয়োজনীয় চিকিৎসাও যেন হয় ।
চিকিৎসক রাহুল রেড্ডি এই মতের পক্ষেই সওয়াল করেছেন । যদিও তাঁর মতে, আগের তুলনায় পরিবারগুলি এই নিয়ে অনেকটাই সচেতন, তবু বাস্তবিকভাবে ভাবনা—চিন্তায় বিরাট কোনও বদল আসেনি । তিনি জানিয়েছেন, শহরাঞ্চলে বসবাসকারী মানুষজন এই শারীরিক অবস্থার কথা জানেন, এমনকী তা নিরাময়ে পেশাদারি সাহায্য নিতে লজ্জিতও হন না । কিন্তু এদের হার খুবই কম । প্রসঙ্গত, পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ হল এক ধরনের ‘মেডিক্যাল কন্ডিশন’, যাকে অ্যাজুস্পার্মিয়া বলা হয় । তাছাড়া একে ‘নিল স্পার্ম’ বা ‘নো স্পার্ম কন্ডিশন’ও বলা হয় । চিকিৎসক রেড্ডির মতে, এই পরিস্থিতিতে সিমেনে স্পার্মের উপস্থিতি ‘শূন্য’ হয় ।
কী কী ধরনের অ্যাজুস্পার্মিয়া হয় ?
চিকিৎসকের দাবি, দু’ধরনের অ্যাজুস্পার্মিয়া আছে । অবস্ট্রাকটিভ এবং নন—অবস্ট্রাকটিভ । অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়ায় এমন পরিস্থিতি থাকে, যেখানে স্পার্ম তৈরি ঠিকই হয় কিন্তু রিপ্রোডাকটিভ ট্র্যাক্টের অন্তর্গত এপিডিডাইমিস, ভাস ডিফেরেন্স বা আশপাশে কোথাও কোনও ব্লকেজ তথা মিসিং লিঙ্ক থাকে । যার অর্থ এই যে, স্পার্ম বেরোনোর রাস্তা খুঁজে পায় না । ফলে সিমেন পর্যন্ত পৌঁছতে পারে না ।
নন অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়ায় ‘মিসহ্যাপেন টেস্টিক্যালস’—এর জন্য বা অন্য কোনও কারণে যতটা দরকার, ততটা কিংবা কোনও স্পার্মই উৎপন্ন হয় না । চিকিৎসক রেড্ডি বিশ্বাস করেন, এই দুই ক্ষেত্রেই অবিলম্বে পেশাদার চিকিৎসকের সাহায্য প্রয়োজন, যাতে সমস্যা আরও বাড়তে না পারে । তিনি আর বলেছেন যে, এমনিতে আমাদের শরীরের কোথাও কোনও অস্বাভাবিকতা দেখা দিলে যন্ত্রণা বা অস্বস্তি হয়, বোঝা যায় কোনও সমস্যা হয়েছে । কিন্তু এক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও অস্বস্তিও অনুভূত হয় না । তাই তাঁর পরামর্শ, সামনেই বিয়ের পরিকল্পনা থাকলে আগে ভাগে পুরুষদের উচিত, চিকিৎসকের কাছে গিয়ে নিজেকে ভালোভাবে পরীক্ষা করিয়ে নেওয়া ।