হায়দরাবাদ : গত কয়েকবছরে অনেকেই নিজেদের মদ্যপানের অভ্যাস পরিবর্তন করে ফেলেছেন ৷ অনেকেই চাইছেন এই অভ্যাস থেকে সরে আসতে ৷ অ্যালকোহল ছেড়ে দেওয়ার অনেক বিকল্প রয়েছে কিন্তু কোনটা আপনার পক্ষে উপযুক্ত তা জেনে নেওয়া একান্ত জরুরী ৷
মদ্যপানের ওপর নির্ভরশীলতা :
- আপনি কতখানি মদের ওপর নির্ভরশীল সমস্তটাই তার ওপর নির্ভর করে ৷ যে সমস্ত ব্যক্তি রোজ পান করেন তাঁদের ক্ষেত্রে নির্ভরশীলতা অত্যন্ত বেশি হয়ে পড়ে ৷
- যখন আপনি একদিনও মদ ছাড়া থাকতে পারেন না ৷
- মদ্যপানের সঙ্গেই আপনার নিত্যনৈমিত্তিক এবং সামাজিক কাজকর্ম যুক্ত হয়ে থাকে ৷
- যখন আপনি বেশির ভাগ সময় মদের কথাই ভাবতে থাকেন ৷
- যখনই আপনি মদ্য়পান না করে থাকার চেষ্টা করে থাকার চেষ্টা করেন আপনার শরীরে কাঁপুনি এবং শরীর খারাপের অনুভূতি দেখা দেয় ৷
এধরণের পরিস্থিতিতে মদ্যপান বন্ধ করার জন্য় আগে চিকিৎসকের পরামর্শ নিন কারণ হঠাৎ অভ্যাস পরিবর্তনে খিঁচুনী এবং মৃত্যুও হতে পারে ৷ যারা মদ্যপানের ওপর প্রচণ্ড নির্ভরশীল তাঁরা যদি মাঝে মাঝে কয়েকদিনের বিরতি নেন তাহলে কিছুটা কাজ হতে পারে বলে মনে করা হয় ৷ কিন্তু ছমাস এমনকী একবছরের বিরতির পরেও যাঁরা প্রচণ্ড নির্ভরশীল, তাঁদের আবার মদের কাছেই ফিরে যেতে দেখা যাবে ৷
প্রতিকারের কিছু পথ (How to Quit Alcohol):
মদ্য়পানের দিন কমানো :
আপনি যদি মদের ওপর পুরোপুরি নির্ভরশীল না হন, তাহলে সহজেই আপনার মদ্যপানের ফ্রিকোয়েন্সি কমানো বা মদ্য়পান ছেড়ে দিতে সক্ষম হওয়া উচিত ৷ আপনি যদি সামান্য নির্ভরতা অনুভব করেন তাহলে যত দিন যাবে তত এটি বাড়তে থাকবে ৷ তাই মদ্যপানের পরিমাণ না কমিয়ে মদ্যপানের দিনগুলিকে কমান ৷ যাঁরা অতিরিক্ত নির্ভরশীল তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠান্ডা টার্কি পুরোপুরি বন্ধ করাই ভাল ৷
জিরো অ্যালকোহল ড্রিংকস :
খানিকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতই অ্যালকোহলের বদলে আপনি কিছু জিরো অ্যালকোহল পানীয় ব্যবহার করতে পারেন ৷ বিয়ার বা ওয়াইনের স্বাদেও এক্ষেত্রে জিরো অ্যালকোহল পানীয় পেতে পারেন আপনি ৷ আপনার পানের ইচ্ছাও পূরণ হল অথচ অ্যালকোহলের খারাপ প্রভাবও শরীরে পড়ল না ৷ তবে এই পানীয় যদি আপনার মদ্যপানের ইচ্ছাকে ট্রিগার করে সেক্ষেত্রে মুশকিল ৷