হায়দরাবাদ: খাওয়ার পর খাবারের কিছু কণা আমাদের দাঁতের মাঝে আটকে যায় । খাওয়ার পর ভালো করে মুখ না-ধূলে বা ব্রাশ না-করলে, এগুলি সেখানে জমে যায়। তার ফলে ব্যাকটেরিয়া স্টিকি প্লেকের মতো দাঁতে জমতে শুরু করে । যার কারণে দাঁতের রং হলুদ হতে শুরু করে এবং এটি মাড়িরও ক্ষতি করে । পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না-রাখলে মুখের দুর্গন্ধের সমস্যা শুরু হয় । এছাড়া ব্যাকটেরিয়া যখন খাবার ভাঙার কাজ করে, তখন তা এক ধরনের গ্যাসও নির্গত করে যা দুর্গন্ধ সৃষ্টি করে । কখনও কখনও নিঃশ্বাসের দুর্গন্ধের কারণে আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে ৷ তাই যত তাড়াতাড়ি আপনি এটির চিকিৎসা করবেন, ততই ভালো ।
ঘরে রাখা কিছু জিনিসের সাহায্যে আপনি সহজেই মাউথ ফ্রেশনার তৈরি করতে পারেন । জেনে নিন, এর জন্য কী কী জিনিস লাগবে এবং তৈরির পদ্ধতি ।
কীভাবে ঘরে তৈরি মাউথ ফ্রেশনার তৈরি করবেন ?
উপকরণ: ফিটকিরি 1/4 চা চামচ, জল- 1 কাপ, পুদিনা পাতা, লেবুর রস-1 চা চামচ ৷