হায়দরাবাদ: কফি একটি এনার্জি ড্রিংঙ্ক হিসাবে কাজ করে । প্রায়শই মানুষ এক কাপ কফি দিয়ে তাদের দিন শুরু করে থাকেন । এতে অলসতা, ক্লান্তি ইত্যাদি সমস্যা দূর হয় । কেউ কেউ দুধের সঙ্গে কফি পান করতে পছন্দ করেন ৷ আবার কেউ ব্ল্যাক কফি বেছে নেন । এটি আমাদের মেজাজ উন্নত করে ।
যদিও কফিতে উপস্থিত ক্যাফেইন শরীরের জন্য ক্ষতিকর । আপনি যদি খুব বেশি পরিমানে ব্ল্যাক কফি পান করতে পছন্দ করেন তবে বিভিন্ন সমস্যা সামনে আসতে পারে ।
স্ট্রেস সমস্যা:অতিরিক্ত পরিমাণে ব্ল্যাক কফি পান করলে শরীরে হরমোনের (কর্টিসল) মাত্রা বেড়ে যেতে পারে । আপনি যদি ইতিমধ্যেই মানসিক চাপের সমস্যায় অস্থির থাকেন তাহলে ক্যাফেইন গ্রহণ এড়িয়ে চলাই ভালো ।
ঘুমের অভাব: অতিরিক্ত পরিমাণে ব্ল্যাক কফি পান করলে আপনি অনিদ্রার শিকার হতে পারেন । আপনি যদি রাতে ভালো ঘুম পেতে চান, তাহলে ঘুমানোর কয়েক ঘণ্টা আগে কফি পান করা এড়িয়ে চলুন ।