হায়দরাবাদ:বর্ষা মরশুমে ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েড, আই ফ্লু-এর পাশাপাশি আরেকটি সমস্যা যা নিয়ে মানুষ খুব চিন্তিত ৷ সেটি হল ভাইরাল ফিভার । যার মধ্যে সর্দি-কাশি, মাথাব্যথা, শরীরে ব্যথা এই সমস্যা একটানা অনেক দিন চলতে পারে । যাইহোক, আমাদের রান্নাঘরে এমন অনেক মশলা এবং ভেষজ রয়েছে যার সাহায্যে এই সমস্যাগুলি থেকে অনেকাংশে এবং দ্রুত মুক্তি পাওয়া যায় । জেনে নিন সেগুলি কী কী ।
ভাইরাল জ্বরের সমস্যায় ঘরোয়া প্রতিকার
পুদিনা:তুলসি অনেক আগে থেকেই জ্বর, গলাব্যথা দূর করতে ব্যবহৃত হয়ে আসছে । এর জন্য আপনাকে 6 থেকে 7 টি তুলসি পাতা নিতে হবে এবং প্রায় 1 লিটার জলে হাফ চা-চামচ লবঙ্গ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিতে হবে । তারপর সারাদিন এই জল অল্প অল্প করে পান করতে হবে।
গোল মরিচ: গোল মরিচও এমন একটি মশলা যা ব্যবহার করে ভাইরাল জ্বরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় । এর জন্য 1/2 চা চামচ গোল মরিচের গুঁড়ো তৈরি করুন এবং 2 কাপ জলে 1/4 চা চামচ হলুদ এবং 1/2 চা চামচ শুকনো আদা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন । এরপর সেই জল একটু ঠান্ডা করে পান করুন ।