হায়দরাবাদ: ডায়াবেটিস এমন একটি রোগ যেটি যে কোনও বয়সেই হতে পারে । অনিয়মিত জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাস, স্থূলতা ইত্যাদি কারণে এই রোগ হতে পারে । তবে অনেক সময় জেনেটিক কারণেও এই রোগ হয়ে থাকে ।
বাবা-মায়ের এই রোগ থাকলে অনেক সময় সন্তানকেও এই সমস্যায় পড়তে হয় । বর্তমানে শিশুদের মধ্যেও এই সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে ৷ তাই অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি । ডায়াবেটিস এড়াতে আপনার শিশুকে খাদ্য ও পানীয় সংক্রান্ত একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন । জেনে নিন, এমন কিছু লক্ষণ সম্পর্কে যা সময়মতো ডায়াবেটিস নির্ণয়ে সাহায্য করতে পারে ।
হঠাৎ ওজন হ্রাস:একটি শিশু খেলাধুলো বা শরীরচর্চা শুরু করলে তখন তার ওজন কমে যাওয়াটা সাধারণ ব্যাপার, কিন্তু হঠাৎ করে যদি শিশুর ওজন কমে যায়, তাহলে চিন্তার বিষয় হতে পারে ৷ কারণ, হঠাৎ করে ওজন কমে যাওয়া ডায়াবেটিসের লক্ষণ ।
ঘন ঘন মূত্রত্যাগ:অনেক সময় শিশু ঘন ঘন প্রস্রাব করতে থাকে । যদি শিশু স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব করে তবে এটিও ডায়াবেটিসের লক্ষণ হতে পারে তাই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ।