হায়দরাবাদ: আজকাল পরিবর্তনশীল জীবনধারা ও ভুল খাদ্যাভ্যাসের কারণে মানুষ মারাত্মক সব রোগের শিকার হচ্ছে । এসব মারাত্মক রোগের মধ্যে একটি হল ডায়াবেটিস। চিনির মাত্রা স্বাভাবিক রাখতে ডায়াবেটিস রোগীদের জীবনযাত্রার পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হয়। এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু ফল সম্পর্কে বলব, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। আপনিও যদি ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন, তাহলে খালি পেটে খেতে পারেন এই ফলগুলি।
পেঁপে:ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে খুবই উপকারী হতে পারে । প্রতিদিন খালি পেটে এটি খেলে হজমশক্তি ভালো থাকবে এবং এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করবে ।
পেয়ারা:এই ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক হতে পারে । এতে উচ্চ ফাইবার উপাদান রয়েছে । ডায়াবেটিস রোগীরা প্রাতঃরাশে এটি খেতে পারেন ।
আরও পড়ুন:ভিটামিন-এ'র অভাবে বহু মারাত্মক রোগ হয়, জেনে নিন কী কী জিনিস খাবেন