হায়দরাবাদ:আমরা সকলেই নিশ্চয়ই অনেকবার পায়ের নখে ব্যথা অনুভব করেছি যা বেশ বেদনাদায়ক । এ কারণে কখনও হাঁটতে সমস্যা হয় আবার কখনও জুতো পরতে কষ্ট হয় । কখনও কখনও এই ব্যথা নিজেই সেরে যায় ৷ তবে কখনও কখনও এটি দীর্ঘ সময় ধরে টানতে থাকে এবং ব্যথার কারণে আমাদের দৈনন্দিন রুটিন করা কঠিন হয়ে পড়ে । কখনও কখনও ব্যথা অসহ্য হয়ে ওঠে । কিন্তু কিছু ঘরোয়া উপায়ও আছে, যা ব্যথায় অনেকটাই উপশম দিতে পারে ।
আসলে শরীরের অন্যান্য অংশের মতো হাত-পায়ের নখেও ব্যথা অনুভূত হয় । এই ব্যথার অনেক কারণ থাকতে পারে ৷ যেমন নখে চাপ পড়া, নখে ছত্রাক সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ । এগুলিও নখের ব্যথার কারণ হতে পারে । আপনার সঙ্গেও যদি এরকম প্রায়ই হয়ে থাকে তাহলে এর থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া প্রতিকার জেনে নিন ।
আজওয়াইন তেল: পায়ের নখে ব্যথা হলে আজওয়াইন তেল ব্যবহার করুন । নারকেল তেলে কয়েক ফোঁটা ওরেগানো তেল মিশিয়ে হালকা গরম করুন । পায়ের নখে এই মিশ্রণটি রেখে দিন । এই তেলটি সারারাত রেখে দিতে পারেন । আজওয়াইন তেলের সংস্পর্শে আসার পর নখের ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করবে ।