হায়দরাবাদ:মাথাব্যথা মানে আপনার সারাদিনের সমস্ত রুটিন ব্যাহত হয় । মাথা ভারী হয়ে গেলে কোনও কাজেই মন বসে না। এমন পরিস্থিতিতে, কিছু মানুষ প্রায়শই নিজেরাই ওষুধ খেয়ে তাদের ব্যথা উপশম করে। সেই সঙ্গে কেউ কেউ তেল বা বাম লাগিয়ে মালিশ করলেও মাথাব্যথার ধরন অনুযায়ী মাথাব্যথার চিকিৎসা করালে তা উপযোগী হয়। কারণ সব মাথাব্যথা এক নয় ।
কিছু ব্যথা পুরো মাথায় হয় ৷ আবার কিছু ব্যথা হয় অর্ধেক মাথায় । এমন পরিস্থিতিতে আপনার কী ধরনের মাথাব্যথা তা জানা জরুরি ৷ যাতে ব্যথার সঠিক চিকিৎসা করা যায় । জেনে নিন, বিভিন্ন ধরনের মাথাব্যথা সম্পর্কে (Learn about different types of headaches) ৷
সাইনাস:এতে সাইনাসের চারপাশে ব্যথা অনুভূত হবে ৷ চোখ ও কপালের চারপাশে চাপ অনুভূত হবে । মাথা বাঁকানো বা ঘুরলে ব্যথা বাড়বে ।
চিন্তা:মানসিক চাপের কারণে মাথাব্যথা হলে, পুরো মাথা ক্রমাগত ভারী থাকে । মাথার দুই পাশে, বিশেষ করে কপালে একটা লম্বা ব্যান্ডে একটানা ব্যথা হয় । এতে কোনও বমি ভাব নেই ।
মাইগ্রেন:মাইগ্রেন হল একধরনের থরথর যন্ত্রণা ৷ এতে মাথার একপাশে হালকা থরথর করে ব্যথা শুরু হয় এবং এই থরথর করে ব্যথা বেড়ে যায় । এতে বমি ভাবের মতো উপসর্গও দেখা যায় । আলো দেখে বা শব্দ শোনার পর এই ব্যথা আরও বেড়ে যায় । যেকোনও শারীরিক পরিশ্রমের সঙ্গেও এই ব্যথা বাড়ে । এটি কয়েক ঘন্টা থেকে কয়েক দিন স্থায়ী হতে পারে ।