হায়দরাবাদ: তেঁতুল সাধারণত চাটনি আকারে এবং খাবারে টক যোগ করতে ব্যবহৃত হয় । এটি স্বাস্থ্যের দিক থেকেও উপকারী । কিন্তু জানেন কি, এটি ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় । হ্যাঁ, মুখে তেঁতুল লাগাতে পারেন । এর সাহায্যে আপনি ত্বক সংক্রান্ত অনেক সমস্যা এড়াতে পারবেন। আসুন জেনে নিই উজ্জ্বল ত্বকের জন্য তেঁতুলের ব্যবহার (Skin Care)।
ত্বক উজ্জ্বল করা:এটি দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে আপনার লাগবে- তেঁতুল, দই, মুলতানি মাটি । প্রথমে একটি পাত্রে তেঁতুলের পাল্প বের করে তাতে এক চামচ মুলতানি মাটি ও দই দিন । এই মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিন । এবার মুখে লাগান তবে চোখের কাছে এই ফেসপ্যাক লাগাবেন না । কিছুক্ষণ পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন । আপনি সপ্তাহে দু'বার এই প্রক্রিয়াটি করতে পারেন ।
ট্যানিং অপসারণ করতে:তেঁতুলের ফেসপ্যাক দিয়ে ত্বকের ট্যানিং থেকে মুক্তি পেতে পারেন । এর জন্য লাগবে বেসন ও গোলাপজল । একটি পাত্রে তেঁতুলের পাল্প বের করে তাতে এক চা চামচ বেসন ও গোলাপজল দিন । এবার এই মাস্কটি মুখে লাগান । প্রায় 10-15 মিনিট পরে জল দিয়ে ধুয়ে ফেলুন ।