অক্সিকোডোন এবং একটি নির্দিষ্ট শ্রেণির সেরোটিনিন রিউপটেক ইনহিবিটরস যা সাধারণভাবে অ্যান্টিডিপ্রেসেন্ট হিসাবে দেওয়া হয় তা ওপিওড ওভারডোজের ঝুঁকি অনেকখানি বাড়িয়ে দিতে পারে(opioids increase risk of overdose ) ৷ এমনটাই বলছে গবেষণা ৷ অস্ত্রোপচার এবং আঘাত বা ক্যানসারের মতো কিছু কিছু ক্ষেত্রে মাঝারি থেকে গুরুতর ব্যথার চিকিৎসার জন্য ডাক্তাররা ওপিওড অক্সিকোডোন লিখে দেন। ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা-সাউথ ক্যারোলিনার ক্লিনিক্যাল সায়েন্সের অধ্যাপক তথা গবেষক ইসমাইল ইউনুস এবং তাঁর সহকর্মীদের গবেষণায় সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে ৷
মার্কিন যুক্তরাষ্ট্রে, 2019 সালে হওয়া ড্রাগ ওভারডোজজনিত 70 শতাংশেরও বেশি মৃত্যু একটি ওপিওডের সঙ্গে জড়িত । বিষণ্ণতায় আক্রান্ত অনেক ব্যক্তিকেও ব্যথার জন্য এধরনের SSRI অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়া হয় ৷ আগেই বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নির্দিষ্ট কিছু SSRIs, যথা ফ্লুওক্সেটাইন (প্রোজ্যাক বা সারাফেম) এবং প্যারোক্সেটিন (প্যাক্সিল, পেক্সেভা বা ব্রিসডেল), অক্সিকোডোন শরীরে ওষুধের সঠিক ভাঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ একটি লিভার এনজাইমকেই বাধা দিতে পারে। রক্তে অক্সিকোডোনের ঘনত্বের ফলে দুর্ঘটনাজনিত ওভারডোজ হতেই পারে ।
বিভিন্ন ধরনের SSRIs রোগীর অক্সিকোডোনের ওভারডোজের ঝুঁকিকে কতখানি প্রভাবিত করে তা দেখতে, ইসমাইল এবং তাঁর সহকর্মীরা তিনটি বড় মার্কিন হেলথ ইনসিউরেন্স ক্লেমসের ডেটাবেস থেকে ডেটা পরীক্ষা করেছেন ৷ 2000 থেকে 2020 সালের মধ্যে SSRI ব্যবহার করার সময় অক্সিকোডোন গ্রহণ করেছেন এরকম প্রায় 2 মিলিয়নেরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করেছিলেন তাঁর । এই গ্রুপটির গড় বয়স ছিল 50 এর কাছাকাছি ৷ আর এঁদের মধ্য়ে 72 শতাংশেরও বেশি ছিলেন মহিলারাই । এদের মধ্যে 30 শতাংশের বেশি SSRIs ফ্লুওক্সেটাইন (প্রোজ্যাক বা সারাফেম) এবং প্যারোক্সেটিন গ্রহণ করছিলেন । আমরা দেখেছি যে প্যারোক্সেটাইন বা ফ্লুওক্সেটাইন গ্রহণকারী রোগীদের অন্যান্য SSRI ব্যবহারকারীদের তুলনায় অক্সিকোডোনের ওভারডোজের ঝুঁকি 23 শতাংশ বেশি ।