হায়দরাবাদ : হঠাৎই ফের একটু একটু করে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে করোনার গ্রাফ ৷ যার জেরে ফের আলোচনা শুরু হয়েছে করোনার চতুর্থ তরঙ্গ নিয়ে (4th Wave of COVID in India) ৷ করোনার নতুন ভ্যারিয়্যান্ট এবার কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলছে বাচ্চাদের মধ্য়ে ৷ এর একটা কারণ অবশ্য বড়দের অনেকে ইতিমধ্যেই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে ফেলেছেন ৷ তবে এই ভ্যারিয়্যান্ট বড়দের সংক্রমিত করেবে না, এমন ভাবার কোনও কারণ নেই ৷
বিশেষজ্ঞরা বলছেন প্রথম দুটি তরঙ্গের এবার অবশ্য় সংক্রমণ ততটা মারাত্মক হবে না ৷ বিশেষত যদি সমস্ত নির্দেশিকা এবং বিধিনিষেধ মেনে চলা যায় তাহলে সহজেই ভাইরাসের আক্রমণকে দূরে রাখা যেতে পারে ৷ দিল্লির এক জেনারেল ফিজিশিয়ান ডাঃ রাজেশ শর্মা জানান, করোনা টিকা যেহেতু ভাইরাসের সংক্রমণ রোখার ক্ষেত্রে 100 শতাংশ নিশ্চয়তা দেয় না তাই মাস্ক পড়া এবং স্যানেটাইজার ব্যবহার বন্ধ করা উচিত নয় ৷
বাচ্চাদের সংক্রমণ সম্পর্কে বলতে গিয়ে ডঃ রাজেশ জানান, যে বাচ্চাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার একটি বড় কারণ হল তাদের বেশিরভাগের এখনও টিকা দেওয়া হয়নি । আর এই পরিস্থিতির মধ্যে স্কুলগুলো আবার খোলার ফলে তাদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা বেড়েছে ।
আরও পড়ুন: আসছে কোভিডের চতুর্থ ঢেউ! কী মত চিকিৎসকদের?
কী করবেন আর কী করবেন না :
- স্কুল, খেলার মাঠ কিংবা যে কোনও জনবহুল জায়গায় সামাজিক দূরত্ববিধি অবশ্যই পালন করুন ৷
- মাস্ক ব্যবহার অপরিহার্য । নিশ্চিত করুন যে আপনার বাচ্চা মাস্ক ব্যবহার করছে ৷ মাস্কটি যেন সঠিকভাবে ফিট করে, ঢিলে না হয় তাও খেয়াল রাখুন ৷ আর সবসময় তারা যেন নাকের উপর মাস্ক পরে ।
- সর্বদা পরিষ্কার মাস্ক পরুন । যদি এটি একটি কাপড়ের মাস্ক হয় তাহলে ব্যবহারের পর সঠিকভাবে ধুয়ে ফেলুন ৷ মনে রাখবেন ডিসপোজেবল মাস্ক একবারের বেশি পরা উচিত নয় ।
- নিশ্চিত করুন যে বাচ্চারা যেন অবশ্যই নিজেদের সঙ্গে স্য়ানেটাইজার রাখে ৷
- স্যানেটাইজ করার আগে বাচ্চাদের চোখে বা নাকে হাত দিতে বারণ করুন ৷
- বাইরে থেকে বাড়ি আসার পর সবার আগে হাত ধুয়ে ফেলুন এবং আপনার বাইরে থেকে আনা ব্যাগ বা অন্যান্য জিনিসগুলি অবশ্যই জীবানুমুক্ত করে নিন ৷
- বাড়ি আসার পরপরই কাপড় জামা বদলে নিন এবং পারলে স্নান করে নিন ৷