হায়দরাবাদ: শীতের আমেজ শুরু হয়েছে । কমেছে বাতাসের আর্দ্রতা । এই সময়ে ত্বকের পাশাপাশি ঠোঁটও শুষ্ক হয় । ফলে ঠোঁট ফাটে । শীতে ত্বকের চেয়েও বেশি রুক্ষ হয়ে ওঠে ঠোঁট । শুষ্ক ও ফাটা ঠোঁট শুধু প্রাণবন্ত হাসির অন্তরায় । কখনও কখনও যন্ত্রণা কারণও । কেননা, কারও কারও ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয় । কিছু নিয়ম মেনে চললে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে । জেনে নিন এই সমস্যার সমাধান (Lips Care)৷
ভেষজ অ্যালোভেরা ব্যবহার করলে ঠোঁট ফাটে না । এর রস ঠোঁটে লাগালে শুষ্ক ঠোঁট হয় প্রাণবন্ত ।
এক ফোঁটা ঘি ঠোঁটে লাগিয়ে রাখুন । ঘি ঠোঁটের শুষ্কতা কমায় । ঠোঁট নরম রাখে ।
মধু ও গ্লিসারিনের পেস্ট বানিয়ে ঠোঁটে লাগান । নরম ঠোঁট পান ।
টাটকা গোলাপের পাপড়ি কাঁচা দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন । এরপর দিনে অন্তত তিন বার করে এই পেস্ট ঠোঁটে লাগান । ঠোঁট হবে কোমল ও মসৃণ ।