হায়দ্রাবাদ: ক্লান্তিভাব দূর করতে কফির জুড়ি মেলা ভার । সকালের ক্লান্তি হোক বা মানসিক চাপ আমরা প্রথমেই কফিকে বেছে নি ৷ তবে কফি শুধুমাত্র যে খাওয়ার ক্ষেত্রে কাজে লাগে এমনটা নয় ৷ ত্বকের জন্যও কফি ভীষণ উপকারী(Skin Tips) ৷ চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকে ব্যবহার করব (Coffee For Skin Care)
কফি দিয়ে ঘরোয়া উপায়ে বিভিন্ন স্ক্রাব তৈরি করা যায় ৷ এই কফি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ৷ কফি ত্বককে উজ্জ্বলও রাখে ৷ ব্রনর সমস্যা দূর করে ৷ নীচে দেখে নিন কম খরচে কয়েকটি কফির স্ক্রাব ৷
কফি ও লেবুর রসের স্ক্রাব:আপনি দুই টেবিল চামচ কফির গুড়ো নিন এবং দুই টেবিল চামচ মতো টকদই, এক চা চামচ নারকেল তেল এবং এক চামচ মতো লেবুর রস নিয়ে ভালো করে একটি মিশ্রন তৈরি করুন । তারপর সারামুখে ভালো করে লাগান ৷ 30 মিনিট মতো রেখে দিন । তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এতে ত্বকের কালো ভাব দূর করে ৷