হায়দরাবাদ: আমলকি একদিকে যেমন সহজলভ্য, তেমনি পুষ্টিগুণে ঠাসা ! ভিটামিন সি-এর ভাঁড়ার আমলকি ত্বক থেকে চুল সব কিছুর পক্ষে দারুণ উপকারী । বিশেষ করে চুলের স্বাস্থ্যরক্ষায় আমলকি তথা আমলা তেলের ব্যবহার তো সকলের জানা ! চুল পড়া কমানো থেকে শুরু করে খুসকি প্রতিরোধ পর্যন্ত নানা চুলের সমস্যায় দুর্দান্ত কাজ করে আমলকি এবং সেই সঙ্গে নিষ্প্রাণ চুলে আনে উজ্জ্বলতা । জেনে নিন আমলকির ব্যবহার ৷
আমলকি বা আমলা তেল
আমলা তেল দিয়ে মাথার মাঝখানে এবং চুলের গোড়ায় মালিশ করুন । তাতে চুলের ফলিকল মজবুত হবে, চুল ওঠা থেকে মুক্তি পাওয়া যাবে । নিয়মিত মাসাজে স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয়, ফলে চুলের বৃদ্ধিও হয়ে থাকে । আমলকির অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণও রয়েছে যা খুসকি আর চুলকানি থেকে স্ক্যাল্পকে রক্ষা করে । ব্যবহার করার আগে তেল সামান্য গরম করে নেওয়া ভালো । সপ্তাহে দু’ দিন ব্যবহার করবেন ।
আমলার রস