পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Hair Care: আমলকি দিয়ে চুলের যত্ন নিন, কীভাবে জেনে নিন - চুলের যত্ন নিন আমলকি দিয়ে

আপনি চুলের যত্ন নিতে চান ? আমলকি কীভাবে ব্যবহার করবেন জেনে নিন (Hair Care) ৷

Hair Care News
চুলের যত্ন নিন আমলকি দিয়ে

By

Published : Nov 21, 2022, 9:05 PM IST

হায়দরাবাদ:আমলকি একদিকে যেমন সহজলভ্য, তেমনি পুষ্টিগুণে ঠাসা ! ভিটামিন সি-এর ভাঁড়ার আমলকি ত্বক থেকে চুল সব কিছুর পক্ষে দারুণ উপকারী । বিশেষ করে চুলের স্বাস্থ্যরক্ষায় আমলকি তথা আমলা তেলের ব্যবহার তো সকলের জানা ! চুল পড়া কমানো থেকে শুরু করে খুসকি প্রতিরোধ পর্যন্ত নানা চুলের সমস্যায় দুর্দান্ত কাজ করে আমলকি এবং সেই সঙ্গে নিষ্প্রাণ চুলে আনে উজ্জ্বলতা । জেনে নিন আমলকির ব্যবহার(Hair Care)৷

আমলকি বা আমলা তেল

আমলা তেল দিয়ে মাথার মাঝখানে এবং চুলের গোড়ায় মালিশ করুন । তাতে চুলের ফলিকল মজবুত হবে, চুল ওঠা থেকে মুক্তি পাওয়া যাবে । নিয়মিত মাসাজে স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয়, ফলে চুলের বৃদ্ধিও হয়ে থাকে । আমলকির অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণও রয়েছে যা খুসকি আর চুলকানি থেকে স্ক্যাল্পকে রক্ষা করে । ব্যবহার করার আগে তেল সামান্য গরম করে নেওয়া ভালো । সপ্তাহে দু’ দিন ব্যবহার করবেন ।

আমলার রস

চুলের গোড়ায় টাটকা আমলকির রস লাগালে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায় আর চুলের বৃদ্ধিতেও সাহায্য় করে । মিনিট পাঁচেক চুলের গোড়ায় এই রস দিয়ে মালিশ করে 10 মিনিটের মতো অপেক্ষা করুন । তারপর ভালো কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ৷ এতে চুল থাকবে মজবুত ৷

আমলকি দইয়ের হেয়ার মাস্ক

চুলের গোড়া শক্ত করতে ও চুল ওঠা বন্ধ করতে ব্যবহার করুন এই মাস্কটি । দুই চা চামচ আমলা পাউডার নিয়ে তাতে সামান্য গরম জল মিশিয়ে পেস্ট তৈরি করুন । এবার এতে মেশান এক চাচামচ মধু আর দুই চাচামচ টক দই । ভালো করে সব উপকরণ মিশিয়ে নিয়ে চুলে মেখে নিন । 30 মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন ।

আরও পড়ুন:কেশরের বহুগুণ ! বিশদে জেনে নিন উপকারিতা

ABOUT THE AUTHOR

...view details