হায়দরাবাদ: শসা আমাদের ত্বক ও স্বাস্থ্য দুটি ক্ষেত্রেই ভাল কাজ করে (Cucumber before puja) । ত্বকের নানান সমস্যা দূর হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট । শসা ত্বককে নরম রাখতে, ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে, ত্বককে ভেতর থেকে সতেজ ও টানটান রাখতে বেশ সাহায্য করে (Skin Care) । তাই শশা খাওয়া দরকার প্রতিদিন ৷ খাওয়ার সঙ্গে সঙ্গে ত্বকে লাগানো খুবই দরকার ৷
এখন সব সময়ই বাজারে শসা পাওয়া যায় । যে কারণে সকলের বাড়িতেই সারা বছর শসা মজুত থাকে । এই শসা দিয়েই তৈরি করতে পারেন ফেস প্যাক, যা আপনার ত্বকে পুষ্টি যোগাবে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাবে । জেনে নিন কীভাবে শসাকে ত্বকের জন্য ব্যবহার করবেন ?
1)অ্যালোভেরা এবং শসা
এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে গ্রেট করা শসা মেশান ভালো করে । এই মিশ্রণটি মুখ এবং গলায় লাগিয়ে 15 মিনিট রেখে দিন । তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন । এই ফেস প্যাক ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য় করে । এটি আপনি সপ্তাহে তিনদিন ব্যবহার করতে পারবেন ৷
2) আমন্ড এবং শসা