পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Nail Care: গরমেও নখের যত্ন নিন, এই টিপসের সাহায্যে সুন্দর নখ পান - গরমেও নখের যত্ন নিন

যদি নখের সমস্যায় অস্থির হয়ে থাকেন তাহলে চিন্তার কিছু নেই । জেনে নিন বিশেষ কিছু ঘরোয়া টিপস যেগুলি অনুসরণ করে আপনার নখ মজবুত ও সুন্দর করতে পারবেন ।

Nail Care News
গরমেও নখের যত্ন নিন

By

Published : Jun 8, 2023, 8:58 PM IST

হায়দরাবাদ:ত্বককে চকচকে ও সুন্দর করতে মানুষ নানান ব্যবস্থা নিয়ে থাকে । কিন্তু এসবের মাঝেও নখের যত্নকে উপেক্ষা করেন । যার কারণে নখ নিষ্প্রাণ হয়ে দ্রুত ভেঙে যেতে শুরু করে ।

নখের সৌন্দর্য বাড়াতে প্রায়ই মহিলারা নেইলপলিশ ব্যবহার করলেও এটি ব্যবহারের ফলে নখের আর্দ্রতা নষ্ট হয়ে যায় । এর কারণে আশেপাশের ত্বকও শুষ্ক হয়ে যায় । জেনে নিন কিছু ঘরোয়া প্রতিকার যার সাহায্যে নখ মজবুত ও সুন্দর করতে পারবেন ।

ময়েশ্চারাইজার

প্রায়ই মানুষ হাত ময়শ্চারাইজ করে, কিন্তু নখ উপেক্ষা করে । এর ফলে নখের শুষ্কতা বাড়তে থাকে এবং তারা প্রাণহীন হয়ে পড়ে । তাই নখেও ময়েশ্চারাইজার লাগান ।

জলপাই তেল

স্বাস্থ্যকর নখের জন্য অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন । এটি নখ মজবুত করতে কার্যক র। এ জন্য রাতে ঘুমানোর সময় অলিভ অয়েল দিয়ে নখে কিছুক্ষণ ম্যাসাজ করুন এবং গ্লাভস দিয়ে হাত ঢেকে রাখুন । এটি আপনাকে আরও ভালো ফলাফল দেবে ।

জল

জামাকাপড় ধোয়ার সময় বা স্নান করার সময় আরও অনেক জিনিস রয়েছে, যেগুলিতে আপনি বেশি করে জল ব্যবহার করবেন । এই সময় আপনার নখ একেবারে নরম হয়ে যায় এবং ভেঙে যাওয়ার ভয় থাকে । নখ সুস্থ রাখতে দীর্ঘ সময় জল ব্যবহার করা থেকে বিরত থাকুন ।

লেবু দিয়ে ম্যাসাজ করুন

লেবু ভিটামিন-সি এর একটি চমৎকার উৎস । এটি নখ বাড়াতে সাহায্য করে । এ জন্য লেবুর রস দিয়ে হাত ও পায়ের নখ ম্যাসাজ করতে পারেন । তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন । এতে আপনার নখ চকচকে ও পরিষ্কার দেখাবে ।

রাসায়নিক পণ্য প্রয়োগ করবেন না

নখে রাসায়নিক সমৃদ্ধ পণ্য ব্যবহার করবেন না । ঘরোয়া নেল মাস্ক ব্যবহার করে নখের সৌন্দর্য বাড়াতে পারেন ।

আরও পড়ুন:ফাটা গোড়ালি ব্যথা করছে ? আজই ব্যবহার করে দেখুন ঘরে তৈরি ফুট ক্রিম

ABOUT THE AUTHOR

...view details