হায়দরাবাদ:ত্বককে চকচকে ও সুন্দর করতে মানুষ নানান ব্যবস্থা নিয়ে থাকে । কিন্তু এসবের মাঝেও নখের যত্নকে উপেক্ষা করেন । যার কারণে নখ নিষ্প্রাণ হয়ে দ্রুত ভেঙে যেতে শুরু করে ।
নখের সৌন্দর্য বাড়াতে প্রায়ই মহিলারা নেইলপলিশ ব্যবহার করলেও এটি ব্যবহারের ফলে নখের আর্দ্রতা নষ্ট হয়ে যায় । এর কারণে আশেপাশের ত্বকও শুষ্ক হয়ে যায় । জেনে নিন কিছু ঘরোয়া প্রতিকার যার সাহায্যে নখ মজবুত ও সুন্দর করতে পারবেন ।
ময়েশ্চারাইজার
প্রায়ই মানুষ হাত ময়শ্চারাইজ করে, কিন্তু নখ উপেক্ষা করে । এর ফলে নখের শুষ্কতা বাড়তে থাকে এবং তারা প্রাণহীন হয়ে পড়ে । তাই নখেও ময়েশ্চারাইজার লাগান ।
জলপাই তেল
স্বাস্থ্যকর নখের জন্য অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন । এটি নখ মজবুত করতে কার্যক র। এ জন্য রাতে ঘুমানোর সময় অলিভ অয়েল দিয়ে নখে কিছুক্ষণ ম্যাসাজ করুন এবং গ্লাভস দিয়ে হাত ঢেকে রাখুন । এটি আপনাকে আরও ভালো ফলাফল দেবে ।