কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজো আসি আসি ব্যাপারটাই ভালো । নবমী পেরোলেই শূন্যতা গ্রাস করে আপামর বাঙালিকে । দশমীর সকাল থেকেই মুখ ভার । তবু উৎসবের শেষ বেলাতে আনন্দের রস নিংড়ে নিতে ভোলে না বাঙালি । বিসর্জনের পর কোলাকুলি, মিষ্টি মুখ কোনওটাতেই কমতি পড়ে না এদিন । মিষ্টির দোকানে ভিড়ের ঠেলায় থাকে না তিল ধারণের জায়গা । অনেকে আবার বাড়িতেই বানান মিষ্টি । সেইসব মিষ্টির মধ্যে অন্যতম রাম বোঁদে, কাঠি গজা, ভাপা সন্দেশ । কেউ বা বাড়িতেই বানান বেকড রসগোল্লা (Durga puja 2022)। মাঝবয়সিদের মধ্যেই বাড়িতে মিষ্টি বানিয়ে আপনজনদের মুখে তুলে দেওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় । আপনিও চান নাকি বানাতে ? রেসিপি রইল আপনার জন্য ।
Durga puja 2022: দশমীতে ঘরেই বানান পছন্দের মিষ্টি - দশমীতে ঘরেই বানান পছন্দের মিষ্টি
বাঙালি মানেই মিষ্টি প্রেমী ৷ সেইরকমই রকমারি কিছু মিষ্টির রেসিপি জানুন আর ঘরেই বানান (Durga puja 2022) ৷
দশমীতে ঘরেই বানান পছন্দের মিষ্টি
1) বেকড রসগোল্লা
আরও পড়ুন: সুস্বাদু নবরাত্রি স্পেশাল রেসিপি
4) কাঠি গজা
উপকরণ: ময়দা 250 গ্রাম, ময়েম দেওয়ার জন্য ঘি 50 গ্রাম, ভাজার জন্য ঘি 500 গ্রাম, রসের জন্য চিনি 200 গ্রাম, জল 200 গ্রাম ৷
পদ্ধতি: ময়দা ভাল করে ময়েম দিয়ে মেখে নিন। মাখা ময়দা বড় বড় লেচি কেটে বেলনা দিয়ে মোটা করে বেলে নিয়ে লম্বা লম্বা করে নিমকির মতো কেটে সেগুলি ভাল করে ঘি-তে ভেজে নিয়ে চিনির রসে ফেলে দিন।
5) ভাপা সন্দেশ
Last Updated : Sep 28, 2022, 2:57 PM IST