পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Skin Care: রোদ ও দূষণ মুখের সৌন্দর্য কেড়ে নিয়েছে ? এই ডালেই ফিরে পাবেন হারানো জেল্লা - Beauty Care

মুসুর ডাল ত্বকের জন্য খুবই উপকারী । এটি ব্যবহারে মুখের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যাও দূর করা যায় । তাই এভাবে মুসুর ডাল ব্যবহার করুন ।

Skin Care News
রোদ ও দূষণ মুখের সৌন্দর্য কেড়ে নিয়েছে

By

Published : Apr 12, 2023, 12:34 PM IST

হায়দরাবাদ: ব্যয়বহুল ত্বকের যত্ন সৌন্দর্য বৃদ্ধিতে সবচেয়ে ভালো ৷ এমনটা মোটেও নয় । এর চেয়েও বেশি উপকারী ও নির্ভরযোগ্য প্রাকৃতিক জিনিস রয়েছে । যার প্রভাব শীঘ্রই দেখা যায় এবং দীর্ঘ সময় ধরে থাকে । এর মধ্যে রয়েছে মুসুর ডাল । যা ত্বকের সৌন্দর্য বাড়াতে বছরের পর বছর ব্যবহার করা হচ্ছে । এর ব্যবহারে ত্বকের ময়লা দূর করা যায় । মুসুর ডালের ফেসপ্যাক ত্বককে কোমল, তরুণ এবং উজ্জ্বল দেখাতে পারে । মুসুর ডাল ত্বককে এক্সফোলিয়েট করে এবং ছিদ্র শক্ত করে । তাহলে এই ডাল কীভাবে ব্যবহার করবেন জেনে নিন ।

1) মুসুর ডাল-টমেটো ফেস প্যাক: 1 টেবিল চামচ মুসুর ডাল, 1 টেবিল চামচ টমেটো পেস্ট ৷

কীভাবে ব্যবহার করবেন ?

মুসুর ডাল সারারাত জলে ভিজিয়ে রাখুন ও সকালে পিষে নিন । এতে টমেটো পেস্ট মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান এবং 10 মিনিট পর ধুয়ে ফেলুন । সপ্তাহে একবার লাগান, কিছু দিনের মধ্যেই পার্থক্য বোঝা যাবে ।

2) মুসুর-হলুদ-নারকেল তেলের ফেস প্যাক: 1 টেবিল চামচ মুসুর ডালের গুঁড়ো, 1 টেবিল চামচ কাঁচা দুধ, সামান্য হলুদ, 3-4 ফোঁটা নারকেল তেল ৷

ব্যবহার পদ্ধতি:একটি পাত্রে মুসুর ডালের গুঁড়ো এবং অন্যান্য সমস্ত উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করুন । প্রয়োজনে সামান্য জল যোগ করুন ।মুখে ও ঘাড়ে লাগিয়ে 10-15 মিনিট পর ধুয়ে ফেলুন । সপ্তাহে একবার এই প্যাকটি লাগান । কিছুদিনের মধ্যেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ।

3) মুসুর ডাল-মধু ফেস প্যাক: 1 টেবিল চামচ মুসুর ডালের গুঁড়ো, 1 টেবিল চামচ মধু ৷

ব্যবহার পদ্ধতি: একটি পাত্রে ডালের গুঁড়ো এবং মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন । মুখে ও ঘাড়ে ভালো করে লাগিয়ে 10 মিনিট পর ধুয়ে ফেলুন । দ্রুত ফলাফলের জন্য এটি 15 দিনের মধ্যে দু'বার প্রয়োগ করুন ।

4) মুসুর ডাল-গোলাপ জলের ফেসপ্যাক: 2 টেবিল চামচ মুসুর ডালের গুঁড়ো, 1 চামচ গোলাপ জল ৷

ব্যবহার পদ্ধতি: একটি পাত্রে ডালের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ।

5)মুসুর ডাল-গাঁদা ফুলের ফেসপ্যাক:1 টেবিল চামচ লাল মুসুর ডাল, 2টি গাঁদা ফুলের পাতা, 1 চা চামচ গোলাপ জল ৷

ব্যবহার পদ্ধতি: ফুলের পাতা ও ডাল সারারাত জলে ভিজিয়ে রাখুন । সকালে জল ঝরিয়ে মিক্সারে ভালো করে পিষে নিন । মুখে লাগিয়ে 15 মিনিট পর ধুয়ে ফেলুন ৷ এইগুলি ব্যবহার করলে নিজেই এর পরিবর্তন বুঝতে পারবেন ৷

আরও পড়ুন:ঠান্ডা জলে স্নান কি ব্রণ নিরাময় করতে সহায়ক ?

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details