ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় জানা গিয়েছে, বেশিরভাগ কোভিড রোগীর লক্ষণগুলি সংক্রামক নয় ৷ তবে কোভিড হলে অবশ্যই পাঁচদিনের জন্য আলাদা থাকতে হবে (Covid-19) । লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একটি দলের নেতৃত্বে করা সমীক্ষায় দেখা গিয়েছে, কোভিড-19 সংক্রমণের পরে সংক্রামকতা কতক্ষণ স্থায়ী হয় (long Covid Infectiousness lasts)।
গবেষকের এই দলটি কোভিড-19 আক্রান্ত কম উপসর্গ-যুক্ত 57 জনের উপর পরীক্ষা চালান ৷ গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে সংক্রামকতার গড় সময়কাল ছিল পাঁচদিন ৷ দেখা গিয়েছে, কোভিড উপসর্গ শুরু হওয়ার আগে পাঁচজন অংশগ্রহণকারীর মধ্যে মাত্র একজন সংক্রামক ছিলেন । দুই-তৃতীয়াংশের ক্ষেত্রে তাঁদের লক্ষণগুলি শুরু হওয়ার পাঁচদিন পরেও সংক্রামক ছিলেন ৷ গবেষকরা পরামর্শ দিয়েছেন, কোভিড আক্রান্ত ব্যক্তিরা উপসর্গ শুরু হওয়ার পরে পাঁচদিনের জন্য আলাদা থাকবেন এবং ছয়দিন পর কোভিড পরীক্ষা করাবেন । পরপর দু'দিন রিপোর্ট নেগেটিব হলে আইসোলেশন ছেড়ে যাওয়া নিরাপদ (Covid Infectiousness)।