হায়দরাবাদ:একটি সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে, যারা ঔষধি গাঁজা ব্যবহার করেন তাঁদের অন্যদের তুলনায় নিকোটিন জাতীয় দ্রব্য সেবনের প্রবণতা বেশি (Study reveals people who use cannabis)। ডিসপেনসারির রোগীদের মধ্যে মেডিক্যাল মারিজুয়ানা নিয়ে এই পরীক্ষাটি চালানো হয়েছে ৷ আমেরিকান জার্নাল অন অ্যাডিকশন-এ প্রকাশিত হয়েছে এই সমীক্ষাটি (cannabis are more prone to consume nicotine products) ৷
মারিও স্কুল অফ ফার্মেসির রুটজার্স আর্নেস্টের একজন ক্লিনিকাল অধ্যাপক মেরি ব্রিজম্যান বলেছেন, "গাঁজা এবং নিকোটিনের একযোগে ব্যবহার একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় ৷ কিন্তু গাঁজা এবং নিকোটিন ব্যবহারের মধ্যে সম্পর্ক আছে একথা জানা যায় ঠিকই তবে মেডিক্যালে গাঁজা ব্যবহারকারীদের মধ্যে নিকোটিনের ব্যবহার কেমন তা সম্পর্কে খুব কমই জানা যায় ৷"
গবেষকরা 18 থেকে 89 বছর বয়সি 697 জন রোগীর ওপর এই পরীক্ষা চালান ৷ নিকোটিন এবং গাঁজা ব্যবহারের বিষয়টি নিয়ে পরীক্ষা চালাতে একটি মেডিক্যাল মারিজুয়ানা ডিসপেনসারিকে বেছে নিয়েছিলেন তাঁরা ৷ কীভাবে তাঁরা থেরাপিউটিক গাঁজা ব্যবহার করছেন সেটাই ছিল দেখার । তাঁরা দেখেছে যে 40 শতাংশের কাছাকাছি মেডিকেল মারিজুয়ানা ব্যবহারকারীরাও নিকোটিন ব্যবহার করেন ৷ যা প্রাপ্তবয়স্ক মার্কিন ধূমপানকারীদের তুলনায় 14 শতাংশ বেশি ।