হায়দরাবাদ : রেসিসট্যান্ট স্ট্রেন ক্রমশ বাড়তে থাকায় টাইফয়েড জ্বরের ওপর অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে আসছে এমনটাই বলছে দ্য ল্যানসেট মাইক্রোবে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণা ৷ টাইফয়েডর কারণ হয়ে দাঁড়ায় যে ব্যাক্টেরিয়াটি তা হল সালমোনেলা টাইফি ৷ এই ব্যাকটেরিয়াটিরই একটি দীর্ঘ জিন সিকোয়েন্সিং করেছিলেন গবেষকরা ৷ প্রসঙ্গত প্রতি বছর সারাবিশ্বে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ এই রোগে সংক্রমিত হন এবং এক লক্ষ মানুষ মারা যান এই রোগের কারণে ৷ সারা বিশ্বব্যাপী বিচার করলে এই রোগের 70 শতাংশ প্রকোপই দেখা দেয় দক্ষিণ এশিয়ায় ৷
2000 সাল থেকে দেখতে গেলে মাল্টি-ড্রাগ-রেসিসট্যান্ট (Drug Resistant Typhoid ) (এমডিআর) এস টাইফির সংক্রমণের সংখ্য়া বাংলাদেশ এবং ভারতে ক্রমাগত হ্রাস পেয়েছে ৷ নেপালেও এই সংখ্য়া কম রয়েছে তবে পাকিস্তানে কিছুটা বৃদ্ধি পেয়েছে । স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকদের পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, এগুলি অন্যান্য অ্যান্টিবায়োটিকের রেসিসট্যান্ট স্ট্রেন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে । জিন বিশ্লেষণ করে আরও জানা গিয়েছে যে এই রেসিসট্যান্ট স্ট্রেনগুলির প্রায় সমস্তই দক্ষিণ এশিয়া থেকে উদ্ভূত এবং 1990 সাল থেকে তা 197বার অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে ।