পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Relationship Tips: যৌন জীবন নিয়ে অজানা কিছু তথ্য - Some unknown facts about Beautiful Life

যৌন জীবন নিয়ে জানুন কিছু তথ্য (Sex Life) ৷

Sex Tips News
যৌন জীবন নিয়ে নাজানা কিছু তথ্য

By

Published : Sep 15, 2022, 5:46 PM IST

Updated : Sep 15, 2022, 10:15 PM IST

হায়দরাবাদ: প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের শারীরিক ঘনিষ্ঠতা খুব স্বাভাবিক একটা বিষয় (Sex Tips)। কিন্তু আমাদের দেশে যৌনতা নিয়ে এখনও বিস্তর বিধিনিষেধ রয়েছে। যৌনতা নিয়ে এমন অনেক প্রশ্নই মনে থাকে, যা জিজ্ঞাসা করা হয়ে ওঠে না কাউকে ৷ কিন্তু ট্যাবু কাটিয়ে নিজের যৌন জীবনকে সুখের করে তুলুন ৷ এমন কিছু জিনিস যেগুলি আমরা জানি না, এমন কিছু তথ্য আসুন জেনে নেওয়া যাক ৷

1) জানা গিয়েছে যারা সপ্তাহে একবার যৌন মিলনে আবদ্ধ হন তারা পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি ।

2) পছন্দের সঙ্গীর সঙ্গে যৌন মিলনের জন্য মহিলারা সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পছন্দ করেন ।

3) সঙ্গমের আগে পর্ন ছবি নারী-পুরুষ উভয়কেই উত্তেজিত করে ৷ যা বিছানায় পুরুষকে আরও সংবেদনশীল করে তোলে।

আরও পড়ুন: যৌন জীবনে ভাঁটা ? বিছানায় ঝড় তুলতে পাতে থাকুক এই খাবারগুলি

4) বিছানায় সঙ্গিনীকে প্রভাবিত করতে চাইলে তাঁর দিকে তাকিয়ে মিষ্টি হাসি হাসুন । মনে করিয়ে দিতে হবে প্রথম ডেটের কথা । দু'জন দু'জনের সঙ্গে কথা বলুন ৷

5) যারা রাতে গভীর ঘুম ঘুমোন, তাঁদের যৌন আকাঙ্ক্ষা প্রবল হয় । যা যৌন ইচ্ছেকে আরও বাড়িয়ে তোলে ৷

6) যে সব দম্পতি গৃহস্থালির কাজ বিশেষ করে রান্নার কাজ ভাগ করে নেয়, তাঁদের মধ্যে যৌনতার আগ্রহ বেশি । যে কোনও সময় তা বিছানা ছেড়ে রোম্যান্স চলে আসে রান্নাঘরেও ৷

7) সঙ্গীর সঙ্গে কথা বলার সময় খুব বেশি খোলামেলা হওয়ারও প্রয়োজন নেই ।

8) মানসিক চাপ, দুশ্চিন্তা কমাতে সাহায্য করে শারীরিক সম্পর্ক । যতবার যৌনমিলন হবে মন তত ভালো থাকবে ৷ বেশিবার যৌনমিলনে আবদ্ধ হলে আপনার মেজাজও ফুরফুরে থাকে ৷

9) যৌন মিলনে সৌন্দর্যের দিকে বেশি নজর দেবেন না ৷ সঙ্গীর সঙ্গে মনের মিলনের সঙ্গে সম্পর্ক ঘটান ৷

10) যৌন মিলনের আগে কথা বলার উপর জোর দিন ৷

Last Updated : Sep 15, 2022, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details