হায়দরাবাদ: প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের শারীরিক ঘনিষ্ঠতা খুব স্বাভাবিক একটা বিষয় (Sex Tips)। কিন্তু আমাদের দেশে যৌনতা নিয়ে এখনও বিস্তর বিধিনিষেধ রয়েছে। যৌনতা নিয়ে এমন অনেক প্রশ্নই মনে থাকে, যা জিজ্ঞাসা করা হয়ে ওঠে না কাউকে ৷ কিন্তু ট্যাবু কাটিয়ে নিজের যৌন জীবনকে সুখের করে তুলুন ৷ এমন কিছু জিনিস যেগুলি আমরা জানি না, এমন কিছু তথ্য আসুন জেনে নেওয়া যাক ৷
1) জানা গিয়েছে যারা সপ্তাহে একবার যৌন মিলনে আবদ্ধ হন তারা পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি ।
2) পছন্দের সঙ্গীর সঙ্গে যৌন মিলনের জন্য মহিলারা সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পছন্দ করেন ।
3) সঙ্গমের আগে পর্ন ছবি নারী-পুরুষ উভয়কেই উত্তেজিত করে ৷ যা বিছানায় পুরুষকে আরও সংবেদনশীল করে তোলে।
আরও পড়ুন: যৌন জীবনে ভাঁটা ? বিছানায় ঝড় তুলতে পাতে থাকুক এই খাবারগুলি
4) বিছানায় সঙ্গিনীকে প্রভাবিত করতে চাইলে তাঁর দিকে তাকিয়ে মিষ্টি হাসি হাসুন । মনে করিয়ে দিতে হবে প্রথম ডেটের কথা । দু'জন দু'জনের সঙ্গে কথা বলুন ৷